$PUSS দিয়ে Boost করুন ‍Steemit পোষ্ট

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও প্রকৃতি ও পরিবেশ দুটোই একটু মিশ্র অবস্থায় আছে। একটু শীতল বাতাস ছাড়ে, আবার রোদের হাসি ফিরে আসে এবং তারপর উষ্ণতার বিজয় নিশ্চিত হয়ে যায়। আসলে এই সময়ের প্রকৃতি এমন থাকাটাই স্বাভাবিক। তবে তার সাথে যদি একটু বৈশাখী ঝড় কিংবা শীতল বৃষ্টিরধারা বজায় থাকে তাহলে হয়তো কিছুটা মানসিক প্রশান্তি ফিরে আসে এবং উষ্ণতার পরিমান কিছুটা হলেও হ্রাস পায়। এখানে বিপদ আছে আমরা যারা চাকুরীজীবী তাদের জন্য, ভুলে ছাড়া বাড়িতে রেখে আসলে যা হয় আরকি, হি হি হি।

ভুলে ছাড়া বাড়িতে রেখে আসলে হয়তো বাড়ি ফেরা যায় এই একটু বৃষ্টির ছোঁয়া গায়ে লাগিয়ে কিন্তু PUSSTEEM এ যদি রিচার্জ না করে আমার বাংলা ব্লগ কিংবা এই পরিবারের সাথে সংযুক্ত যতগুলো কমিউনিটি আছে সেগুলোতে যদি পোষ্ট করেন তাহলে সাপোর্ট পাওয়া একদমই অনিশ্চিত। সুতরাং ভুল প্রথম জায়গায় হলেও কিছুটা রক্ষা পাওয়া যাবে কিন্তু দ্বিতীয় জায়গায় করলে সবই শেষ হয়ে যাবে, হি হি হি। পরিশ্রমের ফল জিরো হোক এটা নিশ্চয় আমরা কেউ চাই না, কষ্ট করে পোষ্ট করে সেটা সাপোর্ট শূন্য থাকুক এটাও হয়তো আমরা কেউ প্রত্যাশা করি না। কারণ আমরা সবাই চাই আমাদের প্রতিটি প্রচেষ্টা সফলতা পাক।

pussteem banner.png

এই চাওয়াগুলো তখনই হয়তো পূর্ণতা পাবে যখন আমরা সবাই প্রচেষ্টাগুলোর সাথে শর্তগুলোকে পুর্ণতা দেয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে আমার বাংলা ব্লগে এই বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে এবং সবাইকে সতর্ক করাও হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী সবাইকে PUSSTEEM এ রেজিষ্ট্রেশন করতে হবে, তারপর কাংখিতভাবে ট্রন এড্রেসটি এ্যাকটিভ করতে হবে এবং তারপর রিচার্জ করতে হবে। এই ধাপগুলো খুব বেশী কঠিন না, যে কেউ একটু চেষ্টা করলেই সেটা খুব দ্রুত এবং সহজেই সম্পন্ন করতে পারবেন। আমরা যে কোন ক্ষেত্রেই নতুন আইডি খোলতে গেলে সেটা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়, এখানেই সেই একই বিষয়টি রয়েছে, সুতরাং ভুল হওয়ার কোন সুযোগ তৈরী হওয়াটা কাংখিত না।

অবশ্য আমার বাংলা ব্লগ সর্বদা সকল বিষয়ে সহযোগিতা করার ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকে, তাই এতদ্বসংক্রান্ত আপনার যে কোন সমস্যা কিংবা জিজ্ঞাসা খুব সহজেই দূর করতে পারবেন সাপোর্ট টিকেট ক্রিয়েট করার মাধ্যমে। যেহেতু আমার বাংলা ব্লগ এবং এবিবি পরিচারের সাথে সংযুক্ত সকল কমিউনিটিতে ফ্রী curation সার্ভিস অফ করা হচ্ছে, সেহেতু সবাইকে PUSSTEEM এ একাউন্ট ক্রিয়েট করে যথাযথ নিয়মে ওয়ালেটে PUSS রিচার্জ করার মাধ্যমে EPUSS এনার্জি তৈরী করে রাখবেন, যাতে আপনার প্রচেষ্টা বিফলে না যায় এবং আপনার পোষ্টটি কাংখিত সাপোর্ট হতে বঞ্চিত না হয়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। পুস যেকোন অ্যামাউন্টে করলে হবে। যে যত রিচার্জ করতে পারে। সত্যি কেউ চাই না কষ্টের ফল বিফলে যাক।ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

এই ইনিশিয়েটিভ সত্যিই দারুণ। বেশ এনজয় করছি এই ইউটিলিটি। আসলে যেকোনো কয়েনের কার্যকারিতা থাকলে,সেটা যুগ যুগ ধরে টিকে থাকে। যাইহোক আমি ইতিমধ্যেই ৩,০০০ পুস পাওয়ার আপ করেছি। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.26
JST 0.038
BTC 103536.15
ETH 2435.64
USDT 1.00
SBD 0.90