প্রোগ্রামিংয়ের হাতেখড়ি ইউটিউবেই

in #programming6 years ago (edited)

মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস একবার বলেছিলেন, প্রোগ্রামিং সংকেত লেখা শিখলে সবারই লাভ। সে না হয় বাদ দিলাম। অনেকেই নিজ প্রয়োজনে বা শখের বশে প্রোগ্রামিং শিখতে চান। আর শেখা যে খুব কঠিন তা নয়। শিক্ষার উপকরণও আছে হাতের নাগালের মধ্যেই। ইউটিউবে অনের চ্যানেল আছে দেশি কিংবা বিদেশি। এখানে তেমন কিছু ভালো ইউটিউব চ্যানেলের কথা তুলে ধরছি।

Image Source

এমআইটি ওপেন কোর্সওয়্যার

প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির এই দূরশিক্ষণ কর্মসূচির মাধ্যমে। চ্যানেলটিতে প্রোগ্রামিং ও প্রযুক্তি নিয়ে হাজারখানেক ভিডিও আছে।
লিংক :- www.youtube.com/user/mit

লার্নকোড ডট একাডেমী

চ্যানেলটিতে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের রিঅ্যাক্ট ও রিডাক্স অংশ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাদের জন্য এই চ্যানেলটি সহায়ক হবে।
লিংক :- www.youtube.com/user/learncodeacademy

দ্য নিউ বোস্টন

ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ভাষা শেখার জন্য চ্যানেলটি জনপ্রিয়। জাভা, সি, জাভাস্ক্রিপ্টসহ আরও অনেক প্রোগ্রামিং ভাষা সাবলীল ভাবে শিখতে চ্যানেলটি অনেক সহায়ক। এ ছাড়া স্ক্রিনকাস্ট পদ্ধতিতেও প্রোগ্রামিং শেখাতে সাহায্য করে চ্যানেলটির পরিচালকেরা।
লিংক :- www.youtube.com/user/thenewboston

কম্পিউটারফাইল

প্রযুক্তির ধারণাসংবলিত বিশাল তথ্যভান্ডার রয়েছে এ চ্যানেলটিতে, তবে একটু অগ্রসর শিক্ষার্থীদের জন্য। তাই প্রোগ্রামিং ভালো ভাবে রপ্ত করেই চ্যানেলটিতে যাওয়া ভালো। কেননা চ্যানেলটিতে প্রোগ্রামিংয়ের মূল বিষয় শিখানো হয় না। এতে কম্পিউটারের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রোগ্রামিংয়ের নানা দিক আলোচনা করা হয়।
লিংক :- www.youtube.com/user/Computerphile


Image

ইঞ্জিনিয়ার্ড ট্রুথ

চ্যানেলটিতে সাধারণত বিভিন্ন প্রকৌশলীর প্রোগ্রামিংয়ে কোডিং করা শিখানো হয়। চ্যানেলটিতে অনেক সফটওয়্যার প্রকৌশলীর কোডিং শেখানোর সাক্ষাৎকারের ভিডিও আছে।
লিংক :- www.youtube.com/user/EngineeredTruth

কোডকোর্স

প্রোগ্রামিং ভাষা পিএইচপি এবং মাইএসকিউএল শিখতে ইচ্ছুকদের জন্য চ্যানেলটি অনেক উপযুক্ত। চ্যানেলটিতে ভাষা দুটো শেখার ব্যবহারিক উদাহরণও রয়েছে।
লিংক :- www.youtube.com/user/phpacademy

ডেভটিপস

যারা ওয়েবসাইট তৈরি করা শিখতে চান, তাদের জন্য চ্যানেলটি বেশ কাজে দেবে। সিএসএস প্রোগ্রামিংয়ের আদ্যোপান্ত নিয়ে খুবই চমৎকার ও সহজ ভাষায় ভিডিও রয়েছে ডেভটিপসের ইউটিউব চ্যানেলে।
লিংক :- www.youtube.com/user/DevTipsForDesigners

শরীফ চৌধুরীর প্রোগ্রামিং স্কুল

অনেকের কাছেই প্রোগ্রামিং শেখার একটা বড় বাধা হল ইংরেজি ভাষা। তবে উন্নত প্রযুক্তির সাথে একাত্ম থাকতে আন্তর্জাতিক এ ভাষায় দক্ষতা তো থাকতেই হবে। তবু যারা বাংলায় প্রোগ্রামিং শুরু করতে চান, তাদের জন্য এ ইউটিউব চ্যানেল বেশ ভালোই কাজে দেবে। চ্যানেলটিতে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা সি নিয়েই শতেক ভিডিও আছে। এ ছাড়া বিভিন্ন প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধান সহ বাংলাতেই প্রোগ্রামিংয়ের হাতেখড়ি থেকে পাকাপোক্ত প্রোগ্রামার হওয়ার নানা কৌশল রপ্ত করা যাবে এ চ্যানেলটির সাহায্যে।
লিংক :- www.youtube.com/user/shariftech

Posted using Partiko Android

Sort:  

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64176.22
ETH 2624.19
USDT 1.00
SBD 2.78