বাংলাদেশ টেক আওয়ার্ড প্রোগ্রামের একটা কাহিনী

in #program6 months ago

আমি একজন ছোটখাটো ইউটিউবার । আর সেই হিসেবে বাংলাদেশে কোন কোন টেক প্রোগ্রাম হলে আমাকে অবশ্যই তারা ইনভাইট করে , আর সে হিসেবে বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি ইনভাইটেশন পেয়েছিলাম এবং এটা ছিল বাংলাদেশ টেক এওয়ার্ড প্রোগ্রাম । এই প্রোগ্রামের সাথে আমার অনেক ভয়ঙ্কর স্মৃতি জড়িয়ে আছে তার কারণ হলো এই প্রোগ্রামে আমি যেতেই পারছিলাম না প্রথমে , প্রথম থেকে শুরু করি তাহলে বুঝতে পারবেন ভালো

IMG_3110.jpg

আমাকে যখন ইনভাইট করা হয় তখন আমাকে বলা হয়েছিল প্রোগ্রামটা হবে শ্যামলীতে , তো আমি সেই হিসাব করে মোটামুটি বাসা থেকে একটা উবের নিয়ে আমি শ্যামলের উদ্দেশ্যে চলে যাই , শ্যামলী যাওয়ার পর আমি কোনভাবে খুজে পাচ্ছিলাম না যে কোথায় আসলে প্রোগ্রামটা হচ্ছে । পরে একজনের সাথে যোগাযোগ করে বুঝতে পারলাম যে প্রোগ্রামটা আসলে শ্যামলীতে নয় প্রোগ্রামটা হবে মিরপুর 1 এ । তারপর কি আর করার আবার একটা উবার নিলাম নিয়ে আমি সোজা চলে গেলাম মিরপুর 1 এ

অংশগ্রহণ করার এক পর্বে আমাকে একটি স্পিচ দেওয়ার জন্য বলা হলো এবং আমি মোটামুটি স্টেজে দাঁড়িয়ে সবার সামনে বেশ কিছু কথাবার্তা বললাম এস এ টেক ইউটিউবার হিসেবে , এবং মোটামুটি এক এক করে সবার স্পিচ দেওয়া শেষে আমাদের সবাইকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ।

IMG_3107.jpg

তবে এই আওয়ার্ড এর বিষয়টা ছিল এরকম যে এক একটা জেলা থেকে শুধুমাত্র একজনই এই আমারটা পাবে , এবং আমার দেশের ভাষা যেহেতু খুলনাতে তো সেই হিসেবে খুলনার মধ্যে আমি বেস্ট একজন টেক ইউটিউবার সেই হিসেবে আমি আমারটা পেয়েছিলাম , তাছাড়া এই প্রোগ্রামে আসার পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল অনেক আপন যুদ্ধের সাথে পরিচিতদের সাথে ক্লায়েন্টদের সাথে কাস্টমারদের সাথে অনেকের সাথে । সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা নিয়ে আসলে কথা যদি বলি তাহলে অনেক কিছু বলতে হয় আরো একদিন অন্য একদিন শেয়ার করবো

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63540.43
ETH 2481.91
USDT 1.00
SBD 2.66