Sea Port of Mongla

in #potr3 years ago

Sea Port (Mongla Port)
বাংলার থরে ধরে যেমন রয়েছে সৌন্দর্যের অপরুপ লীলাভুমি তেমনি নদী বন্দরগুলোও অপরুপ শোভা ধারণ করে আছে। এরই সূত্র ধরে দক্ষিণ বংগের মোংলা পোর্ট এলাকার কিছু দৃশ্যের কথা না বললেই নয়। এটি সুন্দরবন এলাকার পশুর নদীর মোহনায় অবস্থিত। প্রতিনিয়ত এখানে দেশ বিদেশ থেকে নানা রং বেরংগের ও আকৃতির জাহাজ এসে ভেড়ে। আমদানিকৃত পণ্য এখানে আন লোড হয়। অতঃপর চাহিদা মফিক বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই জাহাজগুলি দুর থেকে দেখতে অতি মনোরম এবং সৌন্দর্য্ মন্ডিত। দুর থেকে জাহাজের মাস্তুল থেকে ধোয়া বের হয়, দেখে যেন মনে হয় ওরা সৃষ্টি কর্তার সাথে সংযোগ রক্ষা করে চলছে। পশুর নদীর পাশে আছে খেয়াঘাট সেখানে প্রতিনিয়ত বিভিন্ন পেষার লোক জীবিকার তাগিদে যাতায়াত করে থাকে। এদের মধ্যে অনেক লোকই এই জাহাজগুলোর মালামাল ওঠা নামার কাজ করে থাকে। রাতের বেলায় জাহাজগুলোতে নানা ধরনের আলোক মালায় সজ্জিত থাকে। দেখে মনে হয় যেন ওরা নদীর বুকে আপণ আলয় তৈরী করেছে। আরও দুর থেকে লক্ষ করলে মনে হয় জাহাজগুলো একটার সাথে আর একটা মিতালির সূত্রে আবদ্ধ আছে। পণ্য বাহী এই জাহাজগুলো মালামাল নামানো শেষ হলে আবার তারা রওনা হয় তাদের নির্দিষ্ট গন্তব্য স্থলের দিকে। রওনা হওয়ার সময় বিশাল এক শব্দের মাধ্যমে তারা তাদের যাওয়ার পথ পরিস্কারক সংকেত বাজায়। জাহাজের এই শব্দ সাগরের বুকে প্রতিফলিত হয়ে কানে এক অপরুপ অনুভূতির সৃষ্টি হয়। রং বেরংগের এই জাহাজগুলি নদীপথে আমদানী রফতানির কাজে নিয়োজিত থেকে দেশের যেমন পণের চাহিদা মিটায় তেমনি অর্থনৈতিক অঙ্গনের ভূমিকাও অনস্বীকার্য্। প্রয়োজনীয়তার দিক লক্ষ রেখে সাগর যাতে নাব্য না হয়ে যায় যাতে করে জাহাজগুলি সহজে চলাচল করতে পারে এদিকে লক্ষ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিৎ বলে আমি মনে করি।

Uploading image #1...

Uploading image #2...

P3.JPG

P4.JPG

P5.JPG

P6.JPG

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58884.60
ETH 2504.97
USDT 1.00
SBD 2.45