আমার নিজের তোলা কিছু ন্যাচারাল ছবি এবং সাথে ৩ টি কবিতা

in #post27 days ago

“শোন গো হুজুর, অধম বাঁশীর প্রতি, মৌন থাকার কঠোর দণ্ড অন্যায় এ যে অতি । আজকে ও-ভালে সিঁদুর দিবে না, খুলিবে কানের দুল, সন্ধ্যা হবে না সিঁদুরে রঙের—ভোরে হাসিবে না ফুল ! এত বড় কথা ! আচ্ছা দেখাই, ওরে ও অধম বাঁশী, এই তরুণীর অধরের গানে তোমার হইবে ফাঁসী ।” হাতে লয়ে বাঁশী বাজাইল রূপা মাঠের চিকন সুরে, কভু দোলাইয়া বউটির ঠোঁটে কভু তারে ঘুরে ঘুরে। বউটি যেন গো হেসে হয়রান, কহে ঠোঁটে ঠোঁট চাপি, “বাঁশীর দণ্ড হইল, কিন্তু যে বাজাল সেই পাপী ?” পুনঃ জোর করে রূপা কহে, “এই অধমের অপরাধ, ভয়ানক যদি, দণ্ড তাহার কিছু কম নিতে সাধ !” রূপার বলার এমনি ভঙ্গী বউ হেসে কুটি কুটি, কখনও পড়িছে মাটিতে ঢলিয়া, কভু গায়ে পড়ে লুটি। পরে কহে, “দেখো, আরও কাছে এসো, বাঁশীটি লও ত হাতে এমনি করিয়া দোলাও ত দেখি নোলক দোলার সাথে !”

IMG_6587.jpg

বাঁশী বাজে আর নোলক যে দোলে, বউ কহে আর বার, “আচ্ছা আমার বাহুটি নাকিগো সোনালী-লতার হার ? 99 এই ঘুরালেম, বাজাও ত দেখি এরি মত কোন সুর, তেমনি বাহুর পরশের মত বাজে বাঁশী সুমধুর ! দুটি করে রাঙা ঠোঁটখানি টেনে কহে বউ, “এরি মত, তোমার বাঁশীতে সুর যদি থাকে বাজাইলে বেশ হত।” চলে মেঠো বাঁশী দুটি ঠোঁট ছুঁয়ে কলমী ফুলের বুকে, ছোট চুমু রাখি চলে যেন বাঁশী, চলে সে যে কোন লোকে ।

IMG_6599 copy.jpg

সেদিন রাত্রে বাঁশী শুনে শুনে বউটি ঘুমায়ে পড়ে, তারি রাঙা মুখে বাঁশী-সুরে রূপা বাঁকা-চাঁদ এনে ধরে। তারপরে, খুলে চুলের বেণীটি বার বার করে দেখে, বাহুখানি দেখে নাড়িয়া নাড়িয়া বুকের কাছেতে রেখে। কুসুম-ফুলেতে রাঙা পাও দুটি দেখে আরো রাঙা করি, মৃদু তালে তালে নিঃশ্বাস লয়, শুনে মুখে মুখ ধরি । ভাবে রূপা, ও-যে দেহ ভরি যেন এনেছে ভোরের ফুল, রোদ উঠিলেই শুকাইয়া যাবে, শুধু নিমিষের ভুল ! হায় রূপা, তুই চোখের কাজলে আঁকিলি মোহন ছবি, এতটুকু ব্যথা না লাগিতে যেরে ধুয়ে যাবে তোর সবি ! ওই বাহু আর ওই তনু-লতা ভাসিছে সোঁতের ফুল, সোঁতে সোঁতে ও যে ভাসিয়া যাইবে ভাঙিয়া রূপার কূল ! বাঁশী লয়ে রূপা বাজাতে বসিল বড় ব্যথা তার মনে, উদাসীয়া সুর মাথা কুটে মরে তাহার ব্যথার সনে । ধারায় ধারায় জল ছুটে যায় রূপার দুচোখ বেয়ে, বউটি তখন জাগিয়া উঠিল তাহার পরশ পেয়ে। “ওমা ওকি ? তুমি এখনো শোওনি ! খোলা কেন মোর চুল? একি! দুই পায়ে কে দেছে ঘষিয়া রঙিন কুসুম ফুল ? ওকি ! ওকি !! তুমি কাঁদছিলে বুঝি ! কেন কাঁদছিলে বল ?” বলিতে বলিতে বউটির চোখ জলে করে ছল ছল ! বাহুখানা তার কাঁধ পরে রাখি রূপা কয় মৃদু সুরে, “শোন শোন সই, কে যেন তোমায় নিয়ে যেতে চায় দূরে !

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63885.30
ETH 3142.94
USDT 1.00
SBD 3.86