পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে কিভাবে পরিকল্পনা করবেন ?

in #portable4 months ago

আমারা যারা কম্পিউটারে কাজ করি তাদের কাছে আলাদা বা পোর্টেবল হার্ডডিস্ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় , সেই বিষয়ে আজ কথা বলবো

IMG_1354.jpg

সাইজ ঃ পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে সাইজ টা অনেক গুরুত্বপূর্ণ , কারন বেশি বড় সাইজ নিলে আপনার ব্যাবহার করতে মন চাইবে না , যত ছোট সাইজ কেনা তত টাই ভালো , আর মেটাল পোর্টেবল হার্ডডিস্ক হলে বেশি ভালো , কারন প্লাস্টিক কিন্তু বেশি দিন টিকবে না , তবে মেটাল পোর্টেবল হার্ডডিস্ক হলে একটা সমস্যা আছে সেটা হল অনেক বেশি গরম হবে । তবে সেটা কোন সমস্যা না , যদি আপনি সমস্যা মনে না করেন |

IMG_1259.jpg

স্টোরেজ ঃ পোর্টেবল হার্ডডিস্ক এর স্টোরেজ যত বেশি নেয়া যায় তত ভালো , তবে দামের দিক টা ও খেয়াল রাখতে হবে , কারন একটা ২৫০ জিবি এর পোর্টেবল হার্ডডিস্ক এর দাম প্রায় ৪০০০ টাকা তাহলে ১ টিবি এর পোর্টেবল হার্ডডিস্ক দাম ১৫০০০ + হবে টাই দাম এর বিষয় টা খেয়াল রাখতে হবে , তবে ছোট মানে ২৫০ জিবি ভুলেও নেয়া যাবে না , আমি নিজে ও এই ভুল করেছি , নিলে কম করে হলে ও ৫০০ জিবি নিতে হবে ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65566.66
ETH 3559.87
USDT 1.00
SBD 2.48