শ্রান্ত পথিক
হে শ্রান্ত পথিক
পথ খুঁজে দাও আমার
দিগন্তহীন আকাশের এক কোনে
নীলিমা হারিয়ে পশ্চিমে সূর্য
জ্যোতিহীন এক আক্ষেপ নিয়ে
নিজেকে নিজে গুটিয়ে নিয়েছে
মায়াহীন সে আকাশ আগলে রাখতে পারেনি
হে শ্রান্ত পথিক
তেপান্তর পাড়ি দিতে
জানো কি লাগে?
অবাক করা সাহস লাগে
লাগে শত আর্তনাদ সয্য করার শক্তি
লাগে মনের কোঠরে দৃঢ় উন্মাদ আসক্তি
ঘরহীন হতে,পথের ধারে শুকনো চৌচির মাঠে
কর্দমাক্ত পথে হাটার অন্তিম ইচ্ছা।
তবেই পাড়ি হয় তেপান্তর
পাড়ি হয় সাত সমুদ্দুর।
হে শ্রান্ত পথিক
কতদূর গেলে মিলে সুখ
কতদূর গেলে মিলে স্বাধীনতা
এজন্য চাই, মনোবল আর উদার মানসিকতা
চাই সিংহের ন্যায় সাহস, চায় ঈগলের তীক্ষ্ণ চোখ
চাই সুন্দর নাগরিক আর সুন্দর এক শাসক।