হারিয়ে গেছে

in #poetry6 years ago

হারিয়ে গেছে ডিঙ্গি নৌকা
হারিয়ে গেছে পালকি
ঢেঁকি-টাও হারিয়ে যাচ্ছে
দেখা যায়স আজ-কাল কি ?

উৎসবের সেই সামিয়ানা
আজকে শুধুই গল্প
হারিয়ে যাচ্ছে কত কিছু
সংখ্যাটা নয় অল্প !

হারিয়ে যাচ্ছে ধামা-কুলো
সাবেক সড়কি লাঠি,
হারিয়ে যাচ্ছে কাঁসার বাসন
স্মৃতির শেতলপাটি।

বারোয়ারি ঘর হারিয়ে গেছে
নেই সেই আটচালা
কোথায় গেল খড়ের চালের
চিরন্তন পাঠশালা।

হারিয়ে যচ্ছে খেলার মাঠ
চুরি হচ্ছে সবুজ
চুরি যাচ্ছে আকাশের নীল
মনটা বড়ো অবুঝ !

হারিয়ে যাচ্ছে চুনো মাছ
খলসে চাঁদা কেলে
হারিয়ে গেছে ছেলেবেলা
আনন্দটা ফেলে।

হারিয়ে যাচ্ছে ডাকঘরের সেই
পোষ্ট কার্ডে চিঠি লেখা
নতুন প্রজন্মের হাতে খড়ি
কম্পিউটারে-ই শেখা !!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39