An original bengali poem: গরম

in #poetry7 years ago (edited)

09135-642x336-1.jpg
Image credit: google search.

গরম চলছে বেড়ে,
শান্তিতে থাকা দায় ঘরে।
পাখা-ফ্যান চলছে সবই,
গরম তবু লাগছে খুবই।
ঘামে রোজ করছি স্নান,
কাজে কি করে দিব ধ্যান?
প্রতিদিন মানুষ পায় কষ্ট,
গরম ভাই বড় দুষ্ট।
মানুষ গরমে ঘামছে অহরহ
কবে যে যাবে গ্রীষ্মের দাবদহ।

গরম প্রকৃতিকে করছে শুষ্ক,
ফেঁটে চৌচির হচ্ছে মাটির বক্ষ,
কি করে লোকে গরম করবে দূর?
সবার মুখে কষ্টের সুর।
গরমের নাই কি কোনো মায়া-দয়া,
গরমের বুঝি নিঠুর হিয়া।
গরম মানুষের বুকে ঢুকিয়েছে ডর,
গরম মানুষকে একটুও দিচ্ছে না ছাড়।
ধীরে ধীরে গরম মানুষকে করছে গ্রাস ,
কোনো ভাবেই গরমকে করা যাচ্ছে না বশ।
গরম আর কতদিন চালাবে শোষণ-নির্যাতন
গরমের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ-জন
গরমে কাজ করা বড়ই কষ্টকর,
বৃষ্টি এলে থামবে বুঝি, গরমের অহংকার।

Sort:  

দারুন পোস্ট... ভাই ফলো করে রাখেন আমাকে।

Of course. thanks

Good. Like your poem

Many many thanks fr

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 54933.05
ETH 2284.16
USDT 1.00
SBD 2.31