আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৬ মার্চ ২০২৪
|
বড়ই কঠিন,
সময় ঠিকই নিয়ে আসে
কোনো এক সুদিন।
কোথাও যদি ছিন্ন হয়
অদ্ভুত মায়া-র বাঁধন,
স্বল্পক্ষনেই মন থেকে খসে যায়
অতিব প্রিয়জন।
সময়টা যে স্রোতের মতো
চলছে বেগতিক,
তাই আজ দিশেহারা
মানুষ চলছে দিক-বেদিক।
|
|-শুভ সকাল ☀️🍃🍂|
|
মন কেড়ে নেয় সযতনে,
আমার বুকে সুর তুলে যায়
বিমূর্ত পথিকের আকুল সুরে।
চাঁদের বুকে তোমায় সাজাই
বিহঙ্গের নামটা ধরে,
বিশ্বাসের অসীম সংযোগে
নিঃশ্বাসের বাহুডোরে!
বলেছিলাম গাইতে গান
আমারই নামটা ধরে,
কেন থাকো প্রিয় দূরে দূরে
মিথ্যে অভিমানে।
|
|-শুভ সকাল ☀️🍃🍂|