আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ মার্চ ২০২৪
|
মনের মানুষ আজকে জানে,
দ্বিপ্রহরে বারান্দায়
অজানা কোন ইশারায়।
আমার ঘরে কে এসেছে
লুকিয়ে কেন ভালবেসেছে,
উন্মুক্ত শরীর জুড়ে
না জেনে আজ কে হেসেছে।
গোপন ঘরে আপন মনে
ছিটকানি আজ টানতে দাও,
দুপুর বেলা; ভরা কোটালে
এই জোয়ারে অংশ নাও।
|
|-শুভ দুপুর 💛🌿🌺🦋|
|
কি অপরূপ মায়ার আঁচল
চক্রাকারে ঘূর্ণীয়মান ষড়ঋতুর
মায়া-মমতায় ঘেরা চাদর।
বইছে নদী মৃদু হাওয়ায়
স্নিগ্ধ শীতল মায়ায়
জলছবি আঁকে নদীর বুকে
বৃক্ষরাজির ছায়ায়।
আকাশ, নদী, গাছ পথের বাঁকে
কত রঙের ছবি আঁকে
নীরবতায় হাজার গল্পকথা
জমা আছে পথের বাঁকে।
|
|-শুভ দুপুর 💛🌿🌺🦋|