আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৬ জুন ২০২৪

in #poetry21 days ago
আসসালামুআলাইকুম

S13.jpg

|

যদি ভালবাসা বলে
আমি রোদে বাড়াবো পা
যদি বলে, 'দাঁড়াও স্থির হও'
পা পুঁতে গাছ হব, হব ছায়া।

যদি ভালবাসা বলে
বুকের ভেতরে ফোটাব রঙিন ফুল
যদি বলে, শান্ত হও
হয়ে যাবো দুপুর; ঘুম।

যদি ভালবাসা বলে
কিছুই কেন লাগছেনা ভালো আর
আমি আলো হব, ঘুম হব, হব চুম
যতদিন বাঁচি ছায়া হব তোর।
|
|-শুভ সকাল|

S14.jpg

|

মেরুদণ্ডে জড়িয়ে কালো ঝড়ের স্রোত
ঢেকে দিয়েছে, সূর্যের তেজ ও রোদ;
মানবিক বুকে শিরোনামের সন্ধিকোণ
চিন্তা জুড়ে গাম্ভীর্য আঁকে, দৃষ্টিকোণ।

কিছুই বলা যাবে না, এঁকে নেবে মন্দ
নিচ্ছে নিক, তবু এতে নেই আনন্দ;
বিবেক, মনুষ্যত্ব, মানসিকতা সবই যেন
মুুখোশের আড়ালের সুকৌশলে জব্দ।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @upex with a 0.41% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47