আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ৩০ সেপ্টেম্বর ২০২৪

in #poetry22 hours ago
আসসালামুআলাইকুম

IMG_20240812_171444.jpg

|

কেউ কোথাও অপেক্ষায় থাকে
ফুলেল বসন্তের আশায়,
সাংঘাতিক হিম বিরহ শেষে
অশ্রু-জলে সহসা হাসায়।

সবারই জীবনে কোন এক
স্বপ্নপথ থাকে,
কখনো কেউ তা খুঁজে পায়
এক জীবনেই।

আমি যে পথের স্বপ্ন দেখেছিলাম
কোনো সুদূর ছায়াপথ,
মনের অজান্তেই তুমি এলে
সস্মিত স্থির ও সুপ্রশান্ত সুখ নিয়ে।
|
|-শুভ রাত|

IMG_20240812_171439.jpg
|

রাতের আঁধারে গভীর নিরবতা
নীরব সৌন্দর্যে চাঁদ জ্বলে
তারারা চোখের জলের মতো
মিটমিট করে জ্বলছে
স্মৃতির সুখ-দুঃখের ফল
চাঁদের আলোয় ভাসে।

প্রকৃতি নিশ্চুপ যেন শ্বাসরুদ্ধ
শুধু হাসে মোনালিসার মতো
গোপন রহস্যের ভান্ডারে;
সযত্নে বুকে সব কথা তোলা
তবুও চাঁদের আলোয়
জাগে নতুন প্রেরণা।

|
|-শুভ রাত|

Sort:  

যেমন সুন্দর ছবি দুটি তেমন সুন্দর কবিতা। ছবির সাথে কবিতার মিলন নান্দনিক ভাবে প্রকাশিত হলো আপনার পোস্টে। ছবিগুলি ভীষণ সুন্দর লাগলো।। এমন সুন্দর সাদা ভেলভেটের মতো ফুল সাধারণত দেখা যায় না। আপনার পোস্টটি ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79