আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৯ ডিসেম্বর ২০২৩
|
নিজ অস্তিত্ব নিজে ভুলি,
কোন মন্ত্রে শব্দ বেঁধে
হলাম প্রকৃতি প্রেমি।
ডায়রির পাতায় পাতায়
নিশ্চুপ অস্তিত্বে হই বিভোর,
কখন আমি ধ্বংসের আবেগে
নিজেকে নিজে করেছি চোর।
মৃত্যু চেতনা পিছনে ঠেলে
অদৃশ্য সীমান্তে ছুটে যাই,
কখন যেন আলো নিভিয়ে
আঁধারেতে আমাকে পাই।
💙|
|-শুভ সকাল 🌞💙|
|
তবে কাঁটা যেন তাতে থাকে।
জীবন তুমি নদী হও,
ঢেউ যেন তাতে থাকে।
জীবন তুমি আমি হও,
ধৈর্য যেন তোমার থাকে।
জীবন তুমি সাহসী হও,
তাতে দুঃসাহস যেন না আসে।
জীবন তুমি এগিয়ে যাও,
সূর্যের মতো তেজ যেন থাকে।
জীবন তুমি সহজ হও,
সফলতা যেন তোমায় পিছু পিছু ডাকে।
|
|-শুভ সকাল 🌞💙|