আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৯ এপ্রিল ২০২৪

in #poetrylast month
আসসালামুআলাইকুম

s25.jpg

|

মন আমার বলছে কানে কানে
তোমার সাথে আজ হবে দেখা
তাইতো সব গুছিয়ে নিয়ে
নিজের; একটু যত্ন নেয়া।

চাঁদের মায়াবী আলোয় কাটুক
আঁধার ঘেরা রাত্রিটা
আমাদের ভালোবাসায় নিভুক
হৃদয়ের যত চাওয়া-পাওয়া।

রাত জাগা; দু-চোখ
জাগিয়ে রাখো রাত-দিন
তুমি আমার দিন-রজনী
সুখে বাঁধা হৃদয়-নীড়!
|
|-শুভ বিকেল 🍃🌸🤎🦋💕|

s26.jpg

|

এইতো আমি এইতো তুমি
আমরা কাছাকাছি,
সুখে-দুঃখে আমরা থাকি
দুজনে পাশাপাশি।

ইচ্ছে হলেই যাই উড়ে যাই
যখন যেথায় খুশি,
সময় হলেই আসি ফিরে
তোমার বুকে আমি।

আবেগ নিয়ে যায়না চলা
জানি, সবই বুঝি
তাইতো আমি বাস্তবতায়
তোমার মাঝেই বাঁচি।

|
|-শুভ বিকেল 🍃🌸🤎🦋💕|

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68145.39
ETH 3732.87
USDT 1.00
SBD 3.65