আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৩ ডিসেম্বর ২০২৩
ধৈর্য মানুষকে ঠকায় না বরং সঠিক সময়ে উত্তম উপহার দেয়। মানুষ আপনাকে নিয়ে যা করুক, যা বলুক শুধু ধৈর্য ধরুন, ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন।
|
লাল হলুদের আভা,
আলো আঁধারের লুকোচুরির
শেষ হবেই যে খেলা,
মন-কোকিলা আপন সুরে
ভাসবে সুখের ভেলা।
|
|-শুভ সকাল ☀🌿🌹💖🐦🎶|
|
কখন কোথায় আটকে যাই,
ভয়ে, শঙ্কায় আঁকড়ে ধরি
কখন যে ভেসে যাই হাত ছাড়ি!
দূর থেকে আকাশ দেখি
কল্পনায় যতই ছবি আঁকি,
যা কিছু আছে ভাসমান
স্নেহ, ভালবাসা উপলব্ধিতে বিদ্যমান।
স্বপ্নের ভাঙা গড়া
দুচোখের পাতায় অবিরাম,
কতটা সত্যি হয়
কতটা থেকে যায় ভাসমান!
✨💙🌃|
|-শুভ সকাল ☀🌿🌹💖🐦🎶|