আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ ডিসেম্বর ২০২৩

in #poetry9 months ago
আসসালামুআলাইকুম

s1.jpg

|

নয়নে যার এমন নেশা
সুরায় মেশে বিষ,
মন আজ বড্ড একা
তোমায় চাইছে অহর্নিশ।

এক পেয়ালা গরল দাও;
মরন চায় এ মন,
আজকে যত অশিনী সংকেত,
শরীর পুড়াবে করেছে পণ।

অঘটন ঘটে যদি কোন
আজ ঘটতে দাও,
অনেক কালের আকাঙ্খা,
পূরণ করে নাও।

|
|-শুভ বিকেল 🍃☘️💚🦋|

s2.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59893.00
ETH 2414.92
USDT 1.00
SBD 2.43