আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৩ মার্চ ২০২৪
|
বৃষ্টি হতে পারে,
তাই বুঝি মন খুঁজছে তোমায়
দাঁড়িয়ে দখিন দ্বারে।
হাপিত্যেশে তাকিয়ে থাকি
দূর আকাশের পানে,
তোমার খোঁজে আকুল কত
এ মন শুধু জানে!
রোজের নিয়ম, ব্যস্ত থাকি
নানান কাজের ভিড়ে,
হঠাৎ তবু আনমনা হই
তোমার ভাবনার তীরে।
|
|-শুভ দুপুর 🍃🍂☘️🦋💚|
|
ডানা দুটি মেলে,
ভোরের রাঙা লালটি তুলে
দলটি বেঁধে খেলে।
উড়ে যাই যেথায় খুশি
সাগর নীলের গায়,
মন পাখিতে সুর তুলিয়ে
মন যেথায় চায়।
মেলে দিই খুশির ডানা
প্রকৃতির ঐ ডালে,
মন পাখিতে ডানা মেলে
নৃত্য তাথই তালে।
|
|-শুভ সকাল 🍃🌹🦋🌱🪷🐦🎶|