কবিতা : "১২ লাখ টাকার চা"

in #poetry2 months ago (edited)

karl-chor-UvWlksgZGPE-unsplash.jpg

Image source

১২ লাখ টাকার চা

২০ বছরের শিক্ষাজীবন, করিয়া আমি পার
সরকারি চাকরি নিতে গিয়েছিলাম একবার।

সব প্রশ্নের দিলাম উত্তর, নেই সন্দেহের অবকাশ,
আনন্দে আমি আত্মহারা, “লিখিত পরীক্ষায় পাশ!”
বুক ধুকবুক করছে আমার, দেওয়ার আগে ভাইবা
জয়ের আগে ভয় পাইলে, কি আর তুমি পাইবা?

মনকে দিলাম বুঝ, গেলাম ভাইবা দিতে,
২০ বছরের কঠিন সাধনা, পরবে কি কেউ নিতে?
এইবারও করিলাম পাশ মুখে বড্ড হাসি
মনের মধ্যে আনন্দের সুর, যেন রাখাল বাজাচ্ছে বাঁশি।

পাশ করেছি লিখিত ভাইবা, চাকরি কি হবে এখন!!
সেদিন রাতেই অবাক করিয়া বড় সাহেবের ফোন।
পাইতে হইলে চাকরি, খাওয়াইতে হবে চা!!
এই কথার মানে বুঝিয়া অবাক আমার মা।

বারো লাখ টাকা দিতে হইবে, পেতে হলে চাকরি
২০ বছরে শিক্ষিত হইয়া, মনে হয় আমি বকরি।
কখনও আর আসবেনা বাড়ি জয়েনিং লেটারের খাম,
কারন কিভাবে দেবো আমি ১২ লাখ টাকা চায়ের দাম?

----------------------সমাপ্ত --------------------

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58237.47
ETH 2479.72
USDT 1.00
SBD 2.38