প্রকৃতির এই মায়া ভরা সুন্দর্য আমার খুবই ভালো লাগে। প্রকৃতির মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে মআর এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে যখনই আসি, তখনই ভালো লাগে। গ্রামে গিয়েছিলাম প্রকৃতির এই সুন্দরময় দৃশ্য গুলো উপভোগ করেছি। তাই তো প্রকৃতির মায়া যেন আমায় অনেক গভীরভাবে ভালোবেসেছে। আর এই প্রকৃতির মায়ার ভালবাসায় পড়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই তো প্রকৃতির মাঝে গিয়ে কবিতা লেখার চেষ্টা করলাম। আর তখনই প্রকৃতির মায়া নামে এই কবিতাটি লিখে রেখেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করছি।
আকাশজোড়া নীলিমায় মেঘেরা খেলে,
তুলোর মতো নরম, যেন স্বপ্নে মেলে।
দিগন্ত ছুঁয়ে উড়ে চলে সাদা পাখির দল,
তাদের ডানায় বয়ে আনে এক শান্তির ফল।
ভোরবেলায় শিশির ভেজা সবুজ ঘাসে পা,
নরম সেই ছোঁয়ায় জেগে ওঠে ভালোবাসা।
সূর্য ওঠে ধীরে ধীরে, আলোর রঙ ছড়িয়ে,
জন্ম দেয় নতুন দিন স্বপ্নগুলো জুড়িয়ে।
কোকিল ডাকে মিষ্টি গানের সুরে ,
মন হারিয়ে যায় আমার গভীর ভাবে।
গাছেরা বলে নীরব ভাষায় প্রকৃতির গল্প,
প্রতি পাতায় লুকানো থাকে ভালোবাসার স্পর্শ ।
নদীর ধারে বসে থাকলে বোঝা যায় ঠিক,
জলের প্রতিটি ঢেউয়ে হৃদয়ের ভাষা লিখ।
চোখ বুজলেই কান পেতে শোনা যায় গান,
যেখানে প্রকৃতি আপন করে নেয় আমার মনো প্রাণ।
ঝিরঝিরে বাতাসে ফুলের গন্ধ আসে ,
লেগে থাকে হাজারো স্মৃতি
মায়ের কলে শুয়ে থেকে।
আদর খায় আমি গভীর ভাবে।
পাহাড়ের বুকে ঘুমিয়ে থাকে,
প্রচীন পুরনো কাহিনি,
দাদা-দাদীর কাছে গল্প শুনি,
ভয়ানক সেই ভূতের কাহিনী।
বৃষ্টি নামে ধুয়ে দেয় জমানো ক্লান্তি,
ফুটে ওঠে রঙিন ফুলে চিরন্তন শান্তি।
সবকিছুতেই প্রকৃতির মায়ার লেগে থাকে গভীর ভাবে।
প্রকৃতি তার প্রেম জড়িয়ে রাখে আমায় আপন প্রাণে।

source
প্রকৃতির এই সৌন্দর্য ও প্রকৃতির মায়া টানের সাথে আমরা গভীর ভাবে আবদ্ধ। প্রকৃতির মাঝে তাই আসলে অনেক বেশি ভালো লাগে। এই প্রকৃতির সৌন্দর্য রূপের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। তাই তো প্রকৃতির ভালোবাসা নিয়েই মনের গভীর থেকে লেখা আমার এই কবিতাটি। আশা করছি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1912931523231457416?t=JJRRG95SdAI5b_-76frhsw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1911831041683157173?t=lL0qv0RI110NgCyiP43PBw&s=19
https://x.com/rayhan111s/status/1912856398012334178?t=RLGN_d7ycVPsaEJWwrPEPQ&s=19
https://x.com/rayhan111s/status/1912857478850814017?t=C9a17goLlSAo-yI1zPfHzw&s=19
https://x.com/rayhan111s/status/1912858155563831664?t=NQ5uUNgMxMckF38h6QABaw&s=19