ভ্রান্ত জীবন
হতবাক সেই ছেলেটা
খুঁজেছিল এক অন্য জীবন
অদ্ভুত সব ভাবনায় তার
তাড়িয়ে বেড়ায় সর্বক্ষন।
সে চায় হারিয়ে যেতে
কোন এক ছোট নদীর ধারে
ঝিরি ঝিরি বাতাসের মাঝে
বাতাসের আড়ালে
শান্ত নদীতে গা ডুবিয়ে
গ্রাম্য গরু গুলো গলা উঁচিয়ে
নীরবে ভেসে বেড়াবে...
এধার থেকে ওধারে।
কচুরী পানায়ভেসে থাকা দূরে বহুদূরে
লাল, কালো, হলদে ফরিং আর প্রজাপতিরা
রঙীন আলো ছড়িয়ে দেবে
চোখ আর মনের কানায় কানায়
কাশ ফুলের আখ চিবুতে চিবুতে
বসে থাকা সর্বক্ষণ নদীর পারে
বোকা সে বালক
বসে বসে দ্যাখে
ভেসে যাওয়া নদীর স্বপ্ন গুলো
মধুমতি নদীর ধারে।
-
অসংখ্য ধন্যবাদ।
nice post of poetry i am following you
thank you very much for following me. It will be my pleasure if you give me some suggestion for my update.
I am a fresher in the arina.