My Original Bengali Poetry - "মানবতার মৃদু উষ্ণতায়"

in #poetry6 years ago


image credit

আমি বছরের পর বছর অভিমান নিয়ে ঘুরে বেড়াই
শহরের কোলাহল ছাড়িয়ে আমি মাটিতে মিশে যাই,
যে কথার অভিনয়ে ইচ্ছার নদীতে বান ডেকে যায়
সেখানেই আমি গড়ে তুলি মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি।

হঠাৎ মেঘে ঢাকা পূর্ণিমা রাতে যে বৃদ্ধা হেসে উঠেছিলো
সে তখন অপার্থিব টানাপোড়েনে বিস্তৃত বেদনা সাগরে,
বারবার ডুব দিয়ে ফিরে আসে নবজাত প্রত্যাশা নিয়ে
মানবতার মৃদু উষ্ণতাই বিবেক জেগে উঠে ভোরের আদরে।

এভাবে যদিও চলে জীবনের পদযাত্রা
তুমি ছাড়া কেউ নেই তোমার নিজের ত্রাতা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61726.60
ETH 3041.60
USDT 1.00
SBD 3.86