My original bengali poetry
তুমি অসংখ্য রাত্রি পেরিয়ে আসা এক বাস্তবতা
সারাক্ষণ ধরতে ধরতে ফসকে যাওয়া আবেগ
আমি তোমার ইচ্ছের রোদ্দুরে পোড়ানো হাত,
দুপুরে না ফেরার অছিলায় জুড়িয়ে যাচ্ছে ভাত।
হঠাৎ গাছের পাতায় হাওয়াদের গোলমাল
কোকিল লুকিয়ে পড়ে শব্দের মায়াজালে
রাত্রি হলে খুঁজে বেড়াই তোমার স্মৃতি আঁকা
কোনোদিন খুঁজে পাওয়া এক শিশি ঝিঁঝিঁ পোকা।
স্টিমে যখন বাংলাদেশি কোনো ইউজার দেখি তখন সত্যি ই খুব ভাল লাগে।কবিতাটা খুব ই সুন্দর ।এগিয়ে যান ভাই।এগিয়ে যাক বাংলাদেশ।
blacks(sujoy sarkar)is my best friend .Actually my friend is an Indian I am Indian.Though black(sujoy sarkar) is a bangali ,he is not bangladeshi. ok.thanks for good comment .
Excellent poem.