my poem

in #poem7 years ago

গৌধূলী লগণে
উজ্জল হোসাইন

আজ এই বরষার দিনে
ভীষণ ভাবে মনে পড়ে তারে
যে ছিল মনেরই গহীনে।
যাকে নিয়ে স্বপ্ন দেখা,
যার ছবি এই মনে আঁকা
যার সাথে, হাতে হাত রেখে
পথ চলতে চাওয়া।

আজ এই গৌধূলী লগণে
মনে বড় সাধ জাগে,
দেখবো তাকে,
আজ বহু দিন পরে
এই ক্ষণে,
ভিজতে ভীষণ ইচ্ছে করে
সাথে নিয়ে তাকে প্রিয় ক্যাম্পাসে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 95803.39
ETH 3334.91
USDT 1.00
SBD 3.31