অপরিচিতা

in #poemlast year

অপরিচিতা,তবুও আমি তোমারেই রাখি মম, মনে,
যুগ,ছাড়িয়ে,ভাবছি এখনো,আমি তোমায় ক্ষণেক্ষণে।
চারদিকের শত কর্মকোলাহল,আনাগোনার ভীরে
বিচ্ছেদ,বন্ধনের খেলা,চলে সারাবেলা,পৃথ্বীর তরে।
সন্ত্রাস,চাঁদাবাজ,খুন,ধর্ষণ, অপহরণ,কত্ত ঝামেলা
যদিও শত নির্মমতার কষাঘাতে,কেটে যায় বেলা।
শত অনাহারীর,ক্ষুর্ধাত চিৎকার,পাপ পঙ্কিলতায় ধরা
অস্থিরতা,স্থবিরতা, মনুষ্যত্বহীনতায়, হচ্ছে ভূপতি ভরা।
এত বিষণ্ণতার মাঝে শুধু আমি,তোমায় খোঁজে ফিরি
বল পুষ্প হাতে,থাকবে কবে?মম তনু সম্মুখে দাঁড়ি?
শৈশব থেকে ভাবিতে ভাবিতে,মোর যৌবনে পর্দাপন,
কত যে স্মৃতি, হৃদয় এর সাথী,মম,মনে পরে প্রতিক্ষণ।
গিয়ে বিলে,শাপলা তুলে,বানিয়ে দিয়েছিলে কত মালা
দিনমান কেটেছে,দুষ্টামিতে,তোমার সাথে সারাবেলা।
বউছি,গোল্লাছুট, লুকোচুরি, খেলা ছিলো তব, সঙ্গীন
সেথায় থাকিলে,তোমায় দেখিলে, মন হয়ে যেত রঙ্গীন।
যখন সখীদের নিয়ে, মাঠে গিয়ে,করেছো দৌড়াদৌড়ি,
অপলক দৃষ্টিতে, থাকতাম চেয়ে,উড়িয়ে আকাশে ঘুড়ি।
চৌরাস্তার মোরে,দীর্ঘক্ষণ ধরে,কত থেকেছি দাঁড়িয়ে,
তুমি আসবে,একটু হাসবে,আশা যেত মোরে তাড়িয়ে।
বৈশাখী মেলায়,গানের পালায়, তব সে চোখের চাহনি,
লক্ষ হীরা, মণি, মুক্তায়,কেউ পারবেনা নিতে তা কিনি।
শৈশব, কৈশোরী,ছাড়িয়ে এখন তোমার যৌবন কাল,
রুপের মায়ায় মম সদায় হিয়ায় তুমি সকাল বিকাল।
কোঁকড়া কেশের বেণী, আর মায়াবী চোখের চাহনি,
ছোঁয়ে দিয়ে মন,মোর প্রতি ক্ষণ,ভূলে দেবে,কবে গ্লানি।
তটিনী তীরে বসে দুজনে হবে কবে,তব পানে চাওয়া,
পালতোলা নৌকা,বয়ে নিয়ে যাবে,বৈশাখীর হাওয়া।
দুজনে একমন,রবে সারাক্ষণ,একই হবে সকল কথা,
সুখে দুঃখে,রবো একসাথে, বুঝিবো তব মর্মের ব্যথা।
টিয়ে পাখী দেবো কিনে এনে,শিখাবে তুমি তারে বুলি,
তোমার, আমার,ভালোবাসা কভু, দিবে না যেতে ভূলি।
বাতায়ন পাশে, কত যে এসে, করছি দেখার প্রতীক্ষা,
পথ চেয়ে থাকা কত যে মধুর প্রতিনিয়ত হচ্ছে শিক্ষা।
আজি পশ্চিমে,গোধূলি লগ্নে, রবি ভুবন ছোঁয়েছে প্রায়,
কাল পূর্বদিকে,উদিত আলোকে,তুমি রাঙ্গিয়ো, আমায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64060.29
ETH 3471.63
USDT 1.00
SBD 2.52