বাবাকে নিয়ে লেখা আমার স্বরচিত কবিতা ( ♥️বাবা তুমি খুব যে কাছের♥️)।। জুন -১৮/০৬/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
বাবাকে নিয়ে আমাদের মনের ভিতর আসলে কত যে কথা লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র আমরাই জানি। আজকে কমিউনিটিতে বিভিন্ন পোস্ট পড়তে গিয়ে দেখলাম বেশ কিছু জায়গায় বাবাকে নিয়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে বা বাবাকে নিয়ে তাদের মনের অভিব্যক্তিগুলো পোষ্টের মাধ্যমে প্রকাশ করেছে। এজন্য আসলে আমারও খুব ইচ্ছা করছিল যে বাবাকে নিয়ে কিছু একটা লেখার বা আমার ভেতরের দু একটা কথা কবিতা বা জেনারেল রাইটিং এর মাধ্যমে শেয়ার করার। তবে আমার কাছে কবিতাটাই অনেক ভালো অপশন মনে হল। এজন্য খুব ছোট করে আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করছি বাবাকে নিয়ে লেখা।
আসলে বাবাকে তো কোন কিছুর সাথেই তুলনা করা যায় না। একটা বটবৃক্ষ যেমন অসহায় পথিকের বেঁচে থাকার সম্বল তেমনি প্রত্যেক সন্তানের কাছে তার বাবা, মা খুবই মূল্যবান, অনেকটা বট গাছের ছায়ার মত। যাদের বাবা বেঁচে নেই তারাই শুধুমাত্র অনুধাবন করতে পারে যে জীবনে বাবা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক বাবাকে নিয়ে তো আর কোন কিছু দু এক লাইনে শেষ করা যায় না। কারণ আমাদের জন্য আমাদের বাবারা এতটাই জীবনকে সেক্রিফাইস করে যেটা অন্য কোন মানুষ সারা জীবন চেষ্টা করলেও পারবেনা। তাই আজকের স্পেশাল দিনে আমার বাবাকে কেন্দ্র করে আমার ছোট্ট একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি কবিতাটা আপনাদের ভালো লাগবে।
♥️বাবা তুমি খুব যে কাছের♥️
বাবা তুমি খুব যে কাছের;
বলতে চাই বারবার,
তোমার ছায়ায় জীবন ধন্য;
চাইনা তো কিছু আর।
ভালবাসি এই কথাটি;
না বলেও মুখে,
কতটা যে ভালোবাসা যায়;
তোমায় দেখে শিখি।
বাবু আমার লাগবে না কিছু;
তোমার পুরনোটাই দিও,
বাবার মুখে এই কথাটা;
সত্যিই অপরিমেয়।
বাবা মানেই বটের ছায়া,
বাবা মানেই কোমল মায়া,
বাবা মানেই হাজারো কষ্টে;
একটু স্বস্তির ছায়া।
বাবা মানেই অভিমানী;
একটুখানি চোখ রাঙানি,
বাবা মানেই বিশাল আকাশ;
মুখ লুকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস।
বাবা তোমায় খুব ভালোবাসি;
এই কথাটি ছিল বলার,
তুমি আমার স্বপ্ন পূরণ;
নীল মুক্ত আমার গলার মালার।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা। |
---|
সত্যি ভাইয়া প্রত্যেকটি সন্তানের কাছে বাবা-মা অনেক মূল্যবান। বাবা আছে বলে এই পৃথিবীতে বেঁচে থাকার সাহস পেয়েছি। বাবা আছে বলেই আমরা সফল হওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি সন্তানের সফলতার পেছনে বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ভাইয়া আপনার লেখা কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো।
প্রত্যেক সন্তানের পেছনে আসলে বাবা মায়েরই অবদান সব থেকেই বেশি, এটা স্বীকার করতেই হবে সারা জীবন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কবিতাটা পড়ার জন্য।
বাবাকে নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে বাবা মাকে তো আর লিখে প্রকাশ করা যায় না। সত্যি পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে বাবা কি জিনিস। যাইহোক কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দ দারুণ মিলিয়েছেন। বাবা মানেই অভিমানী;
একটুখানি চোখ রাঙানি,
বাবা মানেই বিশাল আকাশ;
মুখ লুকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস
এই লাইন গুলো একদম বাস্তব। ধন্যবাদ ভাইয়া বাবাকে নিয়ে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
এই কথাটা আপনি ঠিকই বলেছেন আপু, বাবা-মাকে নিয়ে আসলে লিখে কোন কিছু শেষ বা প্রকাশ করা সম্ভব নয়। সেটা একান্তই মনের গভীরে জমা থাকে। কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।
আসলে আপনি ঠিকই বলেছেন, বাবাকে কোন কিছুর সাথে তুলনা করা যায় না। আসলে যাদের জীবনে বাবা বেঁচে নেই তারা অনুধাবন করতে পারে জীবনে বাবা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। বাবার ভালোবাসা খুব উপলব্ধি করে আপনি অনেক সুন্দর ভাবে আজকের এই কবিতাটা লিখলেন পড়ে সত্যি মনটা একেবারে ভরে গেল। এরকম টপিক গুলো নিয়ে লেখা কবিতা গুলো খুব ভালো লাগলো আমার কাছে।
উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে লিখলেন।
আপনার যে কবিতাটা একটু হলেও ভালো লেগেছে এটাই আমার লেখার সার্থকতা। আসলে বাবা মায়ের সাথে পৃথিবীর কোন কিছুরই তুলনা করা যায় না। এই দিক থেকে আমরা সারা জীবনই তাদের কাছে ঋণী থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, কবিতাটা পড়ার জন্য।
বাবা দিবসের শুভেচ্ছা জানাই, বাবাকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা বাবার জন্য রইল শুভকামনা।
কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
ভাই আপনি আজ আমাদের মাঝে একটি কবিতা শেয়ার করেছেন যেটি পড়ে আমি সত্যি আমার জীবনের সাথে মিলিয়ে নিতে পারলাম সত্যি বাবা এমনই হয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য সত্যি বাবা হচ্ছে বট গাছের ছায়ার মত সবসময় সন্তানের মাথার উপরে থাকে।
যাইহোক একটু হলেও কবিতাটা আপনার মনে সামান্য দোলা দিতে পেরেছে এটাই আমার লেখার সার্থকতা।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কবিতাটা পড়ার জন্য।
"বাবা তুমি খুব যে কাছের" আপনার লেখা এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বাবা মানে মিষ্টি অভিমান, আবার বাবা মানেই মিষ্টি শাসনের চোখ রাঙ্গানি। আপনার লেখা চমৎকার এই কবিতার নিচের লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনার কবিতাটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আশা করি এইভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
একদমই তাই।
দারুণ এই লাইনটা। আসলেই তাই প্রত্যেক সন্তানের কাছে বাবা - মা এমনই হয়। অসাধারণ একটি কবিতা লিখেছ👌। সত্যিই খুব ভালো লাগলো কবিতাটি পড়ে ❤️।
কবিতাটা তোমার অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আসলে বাবা মায়ের সাথে পৃথিবীর কোন কিছুরই তুলনা হয় না।তোমাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটা মনোযোগ দিয়ে পড়ার জন্য।
প্রথম আপনাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাবাকে ভালোবেসে খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি ছন্দ সত্যি খুব অসাধারণ। বাবার মতন আপন পৃথিবীতে আর কেউ হয় না।
আসলে বাবা হচ্ছে আমাদের পৃথিবীতে সব । এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বাবার সাথে আসলে কোন কিছু তুলনা হয় না। যাই হোক কবিতাটা আপনি পড়েছেন এবং আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম ভাই।
বাবাকে নিয়ে বাবা দিবসে খুব সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপনার লেখা কবিতাটি।বাবা মানেই আমাদের মাথার উপরে ছায়া।বাবার ঋণ কখনও শোধ হবার নয়।আজকের এই দিনে পৃথিবীর সকল বাবাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটা মনোযোগ দিয়ে পড়ার জন্য।