You are viewing a single comment's thread from:
RE: বাবাকে নিয়ে লেখা আমার স্বরচিত কবিতা ( ♥️বাবা তুমি খুব যে কাছের♥️)।। জুন -১৮/০৬/২০২৩।।
আসলে আপনি ঠিকই বলেছেন, বাবাকে কোন কিছুর সাথে তুলনা করা যায় না। আসলে যাদের জীবনে বাবা বেঁচে নেই তারা অনুধাবন করতে পারে জীবনে বাবা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। বাবার ভালোবাসা খুব উপলব্ধি করে আপনি অনেক সুন্দর ভাবে আজকের এই কবিতাটা লিখলেন পড়ে সত্যি মনটা একেবারে ভরে গেল। এরকম টপিক গুলো নিয়ে লেখা কবিতা গুলো খুব ভালো লাগলো আমার কাছে।
বাবা তোমায় খুব ভালোবাসি;
এই কথাটি ছিল বলার,
তুমি আমার স্বপ্ন পূরণ;
নীল মুক্ত আমার গলার মালার।
উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে লিখলেন।
আপনার যে কবিতাটা একটু হলেও ভালো লেগেছে এটাই আমার লেখার সার্থকতা। আসলে বাবা মায়ের সাথে পৃথিবীর কোন কিছুরই তুলনা করা যায় না। এই দিক থেকে আমরা সারা জীবনই তাদের কাছে ঋণী থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, কবিতাটা পড়ার জন্য।