দুঃখের সওদাগর

in #poem6 years ago

আছে দুঃখ
আমি দুঃখের কারিগর।
দুঃখের মাঝে ঘুমাই আমি,
দুঃখই আমার ঘর।
সুখের বদলে দুঃখ কিনি
আমি এমনেই এক দুঃখ ওয়ালা।
তাইতো সবাই ডাকে আমায়
দুঃখের ফেরিওয়ালা।
দুঃখ আমার রক্তে মিশেছে

দুঃখে একাকার।
তাইতো হাজার দুঃখ নিয়ে
আমি যে নির্বিকার।
দুঃখ আমার নিত্য খাদ্যে
হয়েছে পরিনত।
দুঃখ যদি না পাই আমি
থাকি যে ক্ষুধার্ত।
দুঃখ কার আছে কতো

দাও না আমায় ঢালি।
সুখের কাছে পেয়েছি বিরহ,
পুড়ে হয়েছি কালি।
দুঃখের পথে চলেছি একা
নেইকো আমার ডর।
দুঃখের দেশে হয়েছি আমি
দুঃখের সওদাগর।

Sort:  

এতো দুঃখ কেন ভাইয়া ? :P

আপু😜 আমার দুঃখ না।কবিতা যে লিখছে তার😁

This comment has received a 0.50 % upvote from @booster thanks to: @prince60.

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63989.15
ETH 2749.61
USDT 1.00
SBD 2.66