কবিতা নাম "জীবন যুদ্ধ "

in #poem2 months ago

জীবন যুদ্ধ
জীবন যুদ্ধ, কতই না কঠিন,
প্রতি পদেপেক্ষায় বিপদ ঘন।
শত্রু চারপাশে, ক্ষণেক্ষণে,
লড়াই করতে হয়, মন প্রাণ দিয়ে।
কখনো সুখ, কখনো দুঃখ,
কখনো আশা, কখনো ভয়।
চলতে হয় এগিয়ে,
না থামিয়ে পায়।
পাহাড়, সমুদ্র, নদী পার,
অতিক্রম করতে হয় বিপদ সার।
হার না মানলেই,
জয় আসবে অবশ্যই।
সত্য, ন্যায়, ধর্মের পথে,
চলতে হবে সাহস নিয়ে।
অন্যায়ের বিরুদ্ধে লড়াই,
করতে হবে নির্ভয়ে।
নিজের দুর্বলতা কাটিয়ে,
শক্তি ‍সম্পন্ন হতে হবে।
জ্ঞান, বিদ্যা অর্জন করে,
জীবনকে ‍সুন্দর করতে হবে।
পরিশ্রম, ধৈর্য্য, সাহস,
হলেই জীবন যুদ্ধে জয়।
নিজেকে বিশ্বাস করে,
এগিয়ে যেতে হবে সদায়।
জীবন যুদ্ধ চলবে চলতে,
শেষ নেই এর কখনো।
লড়াই করে যেতে হবে,
জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57940.42
ETH 2359.25
USDT 1.00
SBD 2.36