My poem #4

in #poem6 years ago

নগ্ন পায়ে হাঁট তুমি স্বর্গের সড়কে
আমি ভয়ে পা ফেলি মর্ত্যের নরকে।
অভিশাপ দাও যেন করি মৃত্যুকে আলিঙ্গন
আমারও তো ইচ্ছে করে স্বর্গে করতে পদার্পণ।
আমি পাপী অনুতাপী কিভাবে পাব জান্নাত
ক্রমে ক্রমে ক্রমান্বয়ে কমিছে দেহের হায়াত।
আমার সমস্ত অস্তিত্বে প্রিয় মিশে আছো তুমি
তবু মোর নরকে বাস আর তোমার পূণ্যভূমি।
তুমি আসিবে বলে আমি রই মিছে পথ চেয়ে
কেন আসিবে? তুমিতো গিয়েছ সুখের স্বর্গ পেয়ে।
এসো তুমি এসো প্রিয় শুধু একটিবারের জন্য
স্বর্গীয় পদধুলে কোরো তুমি এই নারকীরে ধন্য।
দুনয়ন ভরে আমি শুধু দেখিতে চাই তোমারে
তবু রয়েছো যেন আজো তুমি দৃষ্টির অগোচরে।
মোর পানে চোখ তুলে,তুমি নাইবা আর তাকালে
রয়েছি অপেক্ষায় যদি কভু তাকাও মনের ভূলে।
আমার পৃথিবীতে যদি পড়ে তোমার পবিত্র কদম
জানিও আমি পুঁজিব গো তারে শত সহস্র জনম।
.
স্বর্গ ও নরকের বাসিন্দা/জাহিদ সুমন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76307.65
ETH 2926.29
USDT 1.00
SBD 2.64