হায়রে কবিতা!
তোমায় নিয়ে লিখবো বলে
সারা পৃথিবী আজ রইলো অপেক্ষায়
পাছে কোন চেনা গানে সুর মিলে-তাই
সকল গানেরা আড়ালে মুখ লুকায়
দেব্যিকরূপে সামনে আসো যখন
নিরীহ চক্ষুও অযাচিত হয়ে; আর
অভয়হীন ভাবে দেখতে তোমায়
হয় আনমন।
তোমায় নিয়ে লিখতে চাচ্ছি
অনেক কাব্য-গান, অনেকগুলো অনেককিছু
হারাবে দূরে বলে দিচ্ছো ফাঁকি
ছাড়ছিনা এইবেলা তোমার পিছু।
যাবে কোথায় কোন অজানায়?
লুকাবো তোমায় সব কল্পনায়
দেখি কতদিন লুকিয়ে থাকো
কতদিন আর কষ্ট আকোঁ
আমিও রইলাম ঠায়ঁ দাঁড়িয়ে
সেক্ষনের অপেক্ষায়।
স্বপন দোলার বেলায় লিখেছি এক গান
আমি নিজেতে হই ম্লান, তোমার অবাক অভিমান!
স্বপন দোলার বেলায় লিখেছি সেই গান।
জিতবে নাকি হারতে চাও বলো
আনমনা সুরে শত বহুদুরে হারায় আমার ছায়া
কতক অবহেলে কতক মায়াভুলে ত্রস্ত্রমুখী কায়া
রাতের ঝিঝি ডাকছে কারে, কে জানে
পাষাণ আমি আজ ভুলেছি মায়া।
জিতবে নাকি গাইতে চাও বলো