কবিতা নং-৫৯ “বাগ্ধারা”

in #poem6 years ago

DSC00007 (3).JPG

“বাগ্ধারা”

  • হামিদুল হক তরুন
    Destiny-Picture-14.BMP

গোবর গনেশ, গোঁফ খেজুরে, গোঁয়ার গোবিন্দ;
পালের গোদা হওয়া তাদের কাঁঠালের আমসত্ব।

কানকাটা, রগচটা আর শকুনি মামা;
ভুতের বাপের শ্রাদ্ধ করা লোক হয় মাছের মা।

আমড়া কাঠের ঢেঁকি কিংবা অকাল কুষ্মান্ড;
কাঁচা পয়সা হাতে এলে করে এলাহী কান্ড।
DSC_0000893.jpg

গাঁয়ে মানেনা আপনি মোড়ল হয় যে চশম খোর;
সমাজে এরা ভেজা বেড়াল কিংবা বর্ণ চোর।

মাথার মনি করা যায় তাকে যে জন মাটির মানুষ;
আঙ্গুল ফুলে কলাগাছ হলে থাকেনা ইতর বিশেষ হুঁস।

আড়িপাতা, আকাশে তোলা ধামা ধরার কাজ;
এক ঢিলে দুই পাখি মারে অগাধ জলের মাছ।

এক মাঘে শীত যায়না বোঝেনা এক চোখা;
কাটা ঘায়ে নুনের ছিটা দেয় যারা ঠোঁট কাটা।

কুনো ব্যাঙ যারা, সাবধান তারা, রেখো কান খাড়া;
কুপোকাত যদি না হতে চাও পড়ো বাগ্ধারা।

আশা করছি যারা বাংগালি আছেন তারা খুশি হ্যেছেন
সাথে থাকুন, আপ ভোট দিয়ে পাশে থাকুন

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83268.61
ETH 1805.42
USDT 1.00
SBD 0.98