কবিতা নং-৫৯ “বাগ্ধারা”
“বাগ্ধারা”
- হামিদুল হক তরুন
গোবর গনেশ, গোঁফ খেজুরে, গোঁয়ার গোবিন্দ;
পালের গোদা হওয়া তাদের কাঁঠালের আমসত্ব।
কানকাটা, রগচটা আর শকুনি মামা;
ভুতের বাপের শ্রাদ্ধ করা লোক হয় মাছের মা।
আমড়া কাঠের ঢেঁকি কিংবা অকাল কুষ্মান্ড;
কাঁচা পয়সা হাতে এলে করে এলাহী কান্ড।
গাঁয়ে মানেনা আপনি মোড়ল হয় যে চশম খোর;
সমাজে এরা ভেজা বেড়াল কিংবা বর্ণ চোর।
মাথার মনি করা যায় তাকে যে জন মাটির মানুষ;
আঙ্গুল ফুলে কলাগাছ হলে থাকেনা ইতর বিশেষ হুঁস।
আড়িপাতা, আকাশে তোলা ধামা ধরার কাজ;
এক ঢিলে দুই পাখি মারে অগাধ জলের মাছ।
এক মাঘে শীত যায়না বোঝেনা এক চোখা;
কাটা ঘায়ে নুনের ছিটা দেয় যারা ঠোঁট কাটা।
কুনো ব্যাঙ যারা, সাবধান তারা, রেখো কান খাড়া;
কুপোকাত যদি না হতে চাও পড়ো বাগ্ধারা।
আশা করছি যারা বাংগালি আছেন তারা খুশি হ্যেছেন
সাথে থাকুন, আপ ভোট দিয়ে পাশে থাকুন