My poem..

in #poem6 years ago

কত বছর পড়ে--
কত কথা মনে পড়ে,
আকাশের মত কত কিছু না ভাসে!
চোখের পলকে পলকে
অথচ মনে কি পড়ে,
নদীর ধারে কত কথার মাঝে
যেদিন দুজন হাটুজলে নেমে মেতে ছিলাম আনমনে।

সেদিন আকাশের বুকে ছিল মেঘ-
নদী ভরে ছিল বেশ,
উথাল ছিল ঢেউয়ে ঢেউয়ে
কথা বলে ছিলাম ঢেউয়ের শব্দে ফিসফিসিয়ে-
আর কত স্রোত গড়ে ছিল দুজনের মাঝে!

কত বছর পড়ে-
কত কথা মনে পড়ে,
সকালের শিশিরে যখন ফেলেছি পা
শিতল পরশে তখন ভেসে ছিলে গা!
সূর্য্যদয়ের পরে কি সুখ বিলায়ে
যখন চলেছি হাত ধরে
পৃথিবী ছিল মোদের কত নিকটে।

কত বছর পড়ে,
কত কথা মনে পড়ে-
এখনো গোধূলি আগের মতই আসে,
পূবাচল আগের মতই হাসে,
সূর্য্যস্তর পর যখন পাশাপাশি বসে-
কানে কানে কত কথাই না বলেছি
দুজনে ভরা টলমল চোখে।

কত বছর পড়ে,
কত কথা মনে পড়ে
সেদিনের সেই দৃষ্টি মিলন,
নদী ভরা যৌবন,
অশান্ত মনে মেঘের বর্ষন
কি এখনো আসে-
না ! কি ? আমিহীন তুমিময় আঁধার জীবন।

-সংকলন বাংলা।।compilition Compalition Bangla.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66541.28
ETH 3559.45
USDT 1.00
SBD 3.05