My poem..

in #poem7 years ago

তোমার বুকের শব্দ কুহক
চোখে করে খেলা-
কুহেলিকার মত সব কাব্য কথায় ভরা।

তোমার চোখের শব্দ কোষে ঝরা মেঘের সাঁড়ি
কথা গুলো মেঘের মত,
চোখের ভাষায় বলি!
ছোট ছোট কল্পকথা দৃষ্টি প্রহর করে
একটু খানি মিষ্টি কথা বলাকার মত উড়ে।

ভোরের দোয়ার শিশির খোলে
শিশির স্নাত ভোর-
সূর্য্য মেখে আলো ঝরে
আকাশ বনের সুর।

গোধূলির সব আলো বিছায়ে
আকাশ হয়েছে লাল,
সন্ধ্যার সাথে তারোকা জাগে রাতের পাহারায়।

ল্যামপোষ্টের আলো নেই
তিমির ভরা রাত
তোমার পথে অনেক বাঁধা
তবুও আমি আলোর দেখায় যায়।

জানি! সুখে কোন স্বপ্ন নেই
দুখে জাগে রাত
কাব্যগ্রন্থ আলোয় ভরায়ে প্রভাতে দেয় ডাক।

-সংকলন বাংলা।।Compalition Bangla.right be compilition ...

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.24
JST 0.040
BTC 93472.35
ETH 3317.06
USDT 1.00
SBD 9.41