ফাগুনবেলা
ফাগুনের আগুনে পোড়ে মন
বসন্তের আহবানে,
দেহ ত্যাজি মন সাজি উড়িল সে কোথা,
আজি হেথা মিশিবে সখা সখিরও সনে,
সখি তুমি আছো কোথা কোন কুঞ্জবনে?
যাবিরে যাবি মন সেথা
ফাগুনের টানে,
বসিয়া থাক তুমি আমা পানে
ভাবিয়া এ ভরা ফাগুনে- মরি বিহনে!
ফাগুনের আগুনে পোড়ে মন
বসন্তের আহবানে,
দেহ ত্যাজি মন সাজি উড়িল সে কোথা,
আজি হেথা মিশিবে সখা সখিরও সনে,
সখি তুমি আছো কোথা কোন কুঞ্জবনে?
যাবিরে যাবি মন সেথা
ফাগুনের টানে,
বসিয়া থাক তুমি আমা পানে
ভাবিয়া এ ভরা ফাগুনে- মরি বিহনে!
In the Time of Spring