ভ্যালেন্টাইন প্রেমের স্বার্থকতা - মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)

in #poem7 years ago (edited)


Image

কৈশোরটা প্রশ্ন করে আজ নিজের মনেই দেখি,
বলছে হেসে একটু বসে মনের মধ্যে হচ্ছেটা বা কি !

সরস্বতীতে মনকাড়া সেই হলুদ গাঁদা ফুল,
কানের নিচে দুলছিল তার ঝুমকো লতা দুল।

বাসন্তী রঙে উড়িয়ে নিল তার খোলা চুলটি ওরে,
সেদিন থেকেই ভাবছিল সে প্রপোজ করবে তারে।

হঠাং করে সবার ফাঁকে একটি গোলাপ দিল,
চকলেটেতে মন ভরালো মুচকি হাসি নিল।

চললো তখন দেওয়া নেওয়া টেডিতে মন ভোলা,
আলিঙ্গন আর কিস-এর দিনে হৃদয়ে প্রেমের দোলা।

ভ্যালেন্টাইন ডের প্রকৃত ইতিহাস যদি শোন ভাই,
ভাববে তোমরা রোম সম্রাট ছিলেন এক কষাই।

অন্ধ মেয়েরে ভালোবেসে আলো দিয়েছিল যে চোখে,
ঈর্ষান্বিত সম্রাট তারে ফাঁসিতে দিল লটকে।

দিনটা ফেব্রুয়ারির চোদ্দ, ২৬৯ খ্রিষ্টাব্দ,
ঘটনাটা ঢাকা ছিল ১২৫ বছর পর্যন্ত।

তৎকালীন পাদ্রী এক পড়লেন ভ্যালেন্টাইনের কথা,
হঠাং করে পেলেন তিনি মনে অনেক গভীর ব্যাথা।

প্রেমের জন্য পেয়েছিলেন তিনি এত কঠিনতম সাজা!
ঐ প্রেমকে রাখতেই হবে সারা বিশ্বে তরতাজা।

প্রেমিকেরা যদি ঐ দিনেতে লাল গোলাপে করে প্রেমের ইজাহার,
ভ্যালেন্টাইন প্রেমের স্বার্থকতা তবেই হবে ভাই সাকার।

সেই থেকেই প্রচলিত এই বিশ্বে লাল গোলাপ দানের রেস,
আমার দেশের প্রেমিকরা সব সেই প্রথাটি মেনে নিল বেশ।

ফাগুন প্রেমের ইতিহাসে ভ্যালেন্টাইন হলেন মহান,
সেই প্রেমের স্বার্থকতা আজ লাল গোলাপেতে মহীয়ান।


কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।

Sort:  

They say risk only comes from not knowing what you are doing.

This post has received a 42.38 % upvote from @booster thanks to: @alaminhosssain.

You got a 1.00% upvote from @postpromoter courtesy of @alaminhosssain!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63350.70
ETH 2595.60
USDT 1.00
SBD 2.85