এখনকার বাচ্চাদের অবস্থা

আমি যখন ছোট ছিলাম আমাদের বাসার পাশে মাঠ ছিল। আমি সেখানে প্রতিদিন খেলতাম। কিন্তু এখনকার যে বাচ্চারা আছে তাদের খেলার কোন জায়গা নেই বললেই চলে। দিনের পর দিন মানুষ বাড়ার কারণে থাকার কারণে একের পর এক মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। গাছপালা কেটে বাড়িঘর তৈরি করা হচ্ছে।

এখনকার বাচ্চারা বেশিরভাগ সময় বসে গেমস খেলে কম্পিউটারে এতে করে তাদের মানসিক বিকাশ হয় না অধিকাংশ ক্ষেত্রেই তারা বিষণ্ণ থাকে। শিশুদের যেমন পড়ালেখা করতে হবে তেমনি মানসিক বিকাশের জন্য খেলাধুলার ও প্রয়োজন আছে।

একটা উপায় মনে করা যেতে পারে বহুতল ভবন নির্মাণ করা এবং তার পাশে খেলার জায়গা রাখা অথবা বহুতল ভবনের নিচতলা playground হিসেবে করা যাতে সেখানে খেলাধুলা করতে পারে।

প্রতিটি বাড়ির পাশেই প্রচুর গাছ থাকা খুবই জরুরী আমাদের বাসার পাশে যদিও মাঠ আছে এটা আসলে মাঠ না এটা আরেকজন জায়গা। কোন না কোন এক সময় জমির মালিক এখানে তার বাড়ি তৈরি করবে। কিন্তু পরিকল্পিত নগরায়ন এর সমাধান দিতে পারে। আমরা তো জায়গা বাড়াতে পারবো না কিন্তু পরিকল্পিতভাবে বসত বাড়ি গড়ে তুললে হয়তো এর একটা সমাধান হতে পারে।

Sort:  

Hi! I am a rishi I just upvoted you! I found similar content that readers might be interested in:

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 95660.24
ETH 3316.76
USDT 1.00
SBD 6.80