" রস ১২৮ বি" - বাসযোগ্য দ্বিতীয় গ্রহের সন্ধান!

in #planets7 years ago

 

বাসযোগ্য দ্বিতীয় গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। 

পৃথিবীর বাইরে নতুন একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটির নাম ‘রস ১২৮ বি’। এটা দ্বিতীয় গ্রহ যাতে মানুষ বাস করতে পারে। এটা সৌরজগত থেকে ১১ আলোকবর্ষ দূরে। এর আগেও অনেক গ্রহ আবিষ্কারের কথা শোনা গেছে। কিন্তু রস ১২৮ বি নিয়ে আগ্রহটা ভিন্ন কারণে।
কারণ অন্যান্য গ্রহের তুলনায় মানুষের বসবাসের জন্য এটা বেশি উপযুক্ত। এটা পৃথিবীর আকারের প্রায় সমান এবং তাপমাত্রাও একই ধরনের। প্রতি ৯ দশমিক ৯ দিনে এটি এর তারা ‘রস ১২৮’কে একবার প্রদক্ষিণ করে। যেমনভাবে পৃথিবী ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তবে রস ১২৮বি থেকে রস ১২৮-এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের ২০ ভাগের একভাগ।
ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি গ্রহটির সন্ধান পেয়েছে। হার্পসের (হাই অ্যাকুরেসি ভেলোসিটি প্ল্যানেট সার্চার) সাহায্যে গ্রহটির সন্ধান পাওয়া যায়। চিলিতে অবস্থিত এই অবজারভেটরি ‘দ্বিতীয় পৃথিবী’ খোঁজার কাজে নিজেদের নিয়োজিত করেছে।
গতকাল বুধবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস’ সাময়িকীতে মহাকাশ বিজ্ঞানীরা নতুন আবিষ্কারের তথ্য জানিয়েছেন।

Sort:  

Upvoted..plz check my blogs

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63407.49
ETH 2645.11
USDT 1.00
SBD 2.81