বনভোজনsteemCreated with Sketch.

in #picnic8 months ago

শীত বাংলাদেশে চলে গেল। কয়েকদিন ধরে রাতের বেলা ভালোই ঠান্ডা পড়তেছে। দিন অথবা ঠান্ডা পড়ে না সারাদিন রোদ থাকার কারণে ঠান্ডা তা তেমন বোঝা যায় না তবে রাতের বেলা ঠান্ডা বোঝা যাচ্ছে। আজকে এখন দেখা যাচ্ছে আকাশে কুয়াশা পড়তেছে। হ্যাঁ যত বেশি পারে তত বেশি ঠান্ডা বাড়ে। কুয়াশা দিনগুলো ভালোই লাগে কুয়াশা সমাচার দিক অন্ধকার হয়ে থাকে আশেপাশের কিছু দেখা যায় না ঠান্ডাও পড়ে। শীতকালে গরম কাপড় পড়তে ভালই লাগে শীতকালে ঘুরে বেড়াতে ভালো লাগে যেখানে সেখানে যেতে ভালো লাগে শীতকালে ঘুরতে বা যেতেও ভালো লাগে। আরে মানুষ ভ্রমণে যেয়ে থাকে শীতকালে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় শীতকালে মানুষ বনভোজনের জেগে থাকে। গরমকালের থেকে মানুষ শীতকালে বেশি বনভোজনের দিয়ে থাকে শিক্ষা সফরে যেয়ে থাকে। কোন কলেজের পিকনিক গুলো শীতকালে হয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66647.09
ETH 3474.84
USDT 1.00
SBD 3.20