আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 78
'হ্যাঁ। অলরেডি আর্টিস্টরা ওঁর ঘরে চলে গেছে।'
'তা হলে আগে উনি ফ্রি হন-।'
'তা হলে দিদি আপনাকে বিকেল পর্যন্ত বসে থাকতে হবে। একা কোনও আর্টিস্ট এলে কাটাতে সুবিধে হয় কিন্তু সঙ্গে মা থাকলে যেতেই চায় না। আপনি আসুন তো!' ছেলেটি জোর করে করিডোর পেরিয়ে একটা ঘরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করল, 'আপনি যাঁকে আসতে বলেছিলেন তিনি এসেছেন।'
'কী নাম? অশোকের গলা শোনা গেল।
'ওই যে সুবর্ণাদির সঙ্গে এসেছিলেন, বিভাসদা আপনার কাছে পাঠালেন।
'ও, আসতে বল।'
ছেলেটি ইশারা করতে তিতির এগিয়ে গেল। অশোক বলল, 'বসুন।'
অশোকের উলটোদিকে টেবিলের এপাশে দু'জন বসে আছেন। প্রথমে যাকে বাচ্চা মেয়ে বলে
মনে হয়েছিল পাশে বসে বুঝতে পারল সে মোটেই বাচ্চা নয়। বছর পঁচিশের একটি খাটো চেহারার মেয়ে মিনি স্কার্ট আর টাইট ব্লাউজ পরায় ওরকম মনে হয়েছিল। মেয়েটি মেকআপ করেছে প্রচুর। মাথায় চুল রিং হয়ে কপালে পড়ে আছে। আড়চোখে তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল মেয়েটি। ওর ওপাশে যিনি বসে আছেন তিনি পঞ্চাশের গায়ে হলেও সাজগোজে বাড়াবাড়ি রকমের আধুনিকা।
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ভদ্রমহিলা বললেন, 'আপনাদের হাউসের এত সুনাম যে সবাই বলল, চোখকান খুঁজে চলে
যাও। তোমার মেয়ের কোনও বিপদ হবে না।'
'তা তো হল। কিন্তু আপনার মেয়ের বয়সি কোনও চরিত্র আপাতত নেই।' অশোক বলল।
মেয়েটি জিজ্ঞাসা করল, 'আমার বয়সি বলতে?' 'তুমি আর কত বড় হবে। আঠারো।'
'শাড়ি পরলে আমাকে অনেক বড় দেখায়। মা ছবিগুলো দেখাও না।'
ভদ্রমহিলা দ্রুত ব্যাগ খুলে দুটো এ্যালবাম বের করে এগিয়ে দিলেন, 'এইটে ওর শাড়িপরা
ছবি। এত বড় দেখায় যে লোকে বলে তোমার বোন বলে মনে হচ্ছে।'
অশোক ছবিগুলোর কয়েকটা দেখল, 'এসব ছবি তুমি তুলিয়েছ?'
মা বলল, 'কী করব দাদা! বোম্বেতে তো আরও ডেসপারেট ছবি ছাড়া চান্স পাওয়া মুশকিল। জামাকাপড় ছাড়া যে ফিগার তাই দেখতে চায় ওরা। বাংলা বলে শুধু শাড়ি পরিয়েছি। এটায় ওর
বিকিনি পরা ছবি আছে।'
তিতির নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এরা সত্যি মা-মেয়ে তো? সে দখল অশোক দ্বিতীয় এ্যালবাম না দেখে দুটোই ফিরিয়ে দিল, 'আমরা শরীরের চেয়ে অভিনয়টাকেই জরুরি
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বলে মনে করি।' 'সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ও সেই ছেলেবেলা থেকেই অভিনয়ে পটু।'
'ঠিক আছে। আমাদের এখানে বিভাসদাই ফাইন্যাল কাস্টিং করেন। ওর কথা তাঁকে বলব
আমি ।' অশোক সোজা হয়ে বসল।
'উনি তো মেয়েকে দ্যাখেননি। কখন আসবেন উনি?'
'ঠিক নেই।' এইসময় ছেলেটি দরজায় এল, 'বিভাসদা এসে গেছেন।'
অশোক যেন বেঁচে গেল। 'ও। বিভাসদা ফ্রি থাকলে এঁদের ওঁর কাছে নিয়ে যেয়ো। যান আপনারা, বাইরে গিয়ে অপেক্ষা করুন।'
'দাদা, আমাদের হয়ে ওঁকে যদি একটু বলে দেন। মহিলা হাসলেন।
'তার কোনও দরকার নেই। হওয়ার হলে এমনি হবে। যান।'
চেয়ার ছেড়ে যখন মেয়েটি উঠল তখন তাকে আরও কুৎসিত বলে মনে হল তিতিরের। মাংসের দোকানে ছাল ছাড়ানো ঝুলন্ত খাসির মতো দেখাল ওর পা দুটো। ওরা বেরিয়ে গেলে রুমালে মুখ
মুছল অশোক। 'সরি, আপনাকে বসিয়ে রাখতে হল।' তিতির কোনও কথা বলল না। ওর খুব অস্বস্তি হচ্ছিল। এইসব মা এবং মেয়ে যদি সিরিয়াল
লাইনে ভিড় জমায় তা হলে দাদার কথাই সত্যি হয়ে যাবে। অশোক বলল, 'এই ভদ্রমহিলা আমার মেজাজটার বারোটা বাজিয়ে দিলেন। ভাবতে পারেন মেয়েটাকে খুকি সাজিয়ে উনি বাজার করতে বেরিয়েছেন।'
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
What a delightful short story! 😊 I loved how it ended with the humorous twist of the woman's "baroata" (a colloquial Bengali term for menstruation) being a perfect excuse to get out of doing household chores. 🤣 The way you wove in the themes of masculinity, societal expectations, and female empowerment was so cleverly done. I particularly enjoyed the character development of Ashok, who seemed to be having an epiphany about his own biases. 👏 Can't wait to read more stories from you! 💕
I also gave you a 0.22% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉
Help Us Secure the Blockchain for You
Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:
Get Involved
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @taskiaakther,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ধন্যবাদ। আল্লাহ হাফেজ৷
রক্তের মস্তিশ্কে অথচ রক্তের মস্তিশ্কে "বই" খুঁজে পাওয়া।