আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 36
আসলে বালকটির মা ছিলো অসুস্থ। স্থানীয় কবিরাজ বলেছিলো কচ্ছপের তৈরি ওষুধে তার মা সুস্থ হবে। তাই সে তার বাড়ি থেকে প্রায় ১২০ মাইল দূরে গিয়েছিলো কচ্ছপ আনতে।
সেই কচ্ছপ নিয়ে এতো বিপত্তি। বালকটি এমনিতেই রেগে গিয়েছিলো। চোরের অনুরোধে সে আরো ক্ষেপে গেলো। সে বললো- আমার মায়ের ওষুধের জন্যে আনা এই কচ্ছপ হারাবো, তোমার চুরির পুরস্কার দিতে? অবশ্যই তা আমি করবো না। চোর অনুনয় করে বললো- কচ্ছপের যে দাম, আমি
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তার ডাবল টাকা তোমাকে দেবো, তুমি কচ্ছপের মাথাটা কেটে ফেলো। আমি কখনোই কচ্ছপের মাথা কাটবো না, বালকটি সোজাসুজি উত্তর দিলো।
চোরটি হাল ছাড়লো না। সে অন্যভাবে বালককে রাজী করাতে চেষ্টা করলো। সে বললো- দ্যাখো বালক আমার বয়স কম, আমি একজন যুবক। আমি আরো অনেকদিন বেঁচে থাকবো।
এখনো অনেকদিন বেঁচে থাকার সম্ভাবনা আছে, এমন একজনের আঙ্গুল কেটে ফেলা কি ঠিক কাজ? অনুগ্রহ করে আমাকে সাহায্য করো।
চোরের কথা শুনে বালকটি প্রচণ্ড ক্ষেপে গেলো। চোরের গালে রাম চড় বসিয়ে দিয়ে বললো- শোন, এটা ঠিক তুই হয়তো অনেকদিন বেঁচে থাকবি এবং যতদিন বেঁচে থাকবি ততদিন চুরি করে যাবি, সৎ ভাবে বেঁচে থাকবিনা বা তার চেষ্টাও করবি না।
কিন্তু আমার বৃদ্ধা মা জীবনে কোনদিন কারো জিনিস চুরি করেনি। সুতরাং চোর হিসেবে তোর ৫০ বছর বেঁচে থাকার চেয়ে, আমার মায়ের একদিন বেঁচে থাকা অনেক বেশি মূল্যবান।
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
নৌকার সমস্ত যাত্রী বালকটির এ কথায় সম্মতি জানালো। চোর লোকটার আর কিছুই বলার ছিলো না। সে তার কাটা আঙ্গুল নিয়ে দৌড়ে পালালো, তার নিষ্কর্মা জীবনটাকে রক্ষা করার জন্যে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @upex with a 0.21% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex