If you want to Pushpa on your life। Please read the post and according all rules। And great a favourite life

in #photography6 years ago

IMG_20190709_162656.jpg
জীবনের সুন্দর হোক বেঁচে থাকতে আমরা কতই না কি করে থাকি। জীবন একটি মস্ত বড় জেল খানার নাম। জীবনে আপনাকে অবশ্যই প্রচার করো যদি করে থাকেন তাহলে আপনি এর মর্ম অবশ্যই বুঝে থাকবেন। আমাদের জীবনে চলার পথে সুখ-দুঃখ হাসি-কান্না ইত্যাদি নিয়ে আমাদের এই জীবন গঠিত।IMG_20190709_162652.jpg
আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই সুখ দুঃখ হাসি কান্না ঢাকি তাদের মধ্যে বেঁচে থাকতে হবে। আপনি যে পরিবারের সন্তান হয়ে থাকেন না কেন আপনাকে অবশ্যই কর্ম করতে হবে এবং জীবিকা নির্বাহের জন্য। নানা অপেক্ষা কে কেন্দ্র করে আমাদের জীবনকে পরিচালনা করতে হয়। আপনি সুখে কিংবা ঝুঁকি যেখানেই থাকুন না কেন আপনাকে অনেক ধৈর্য হারালে চলবে না এবং কখনোই নিজেকে আত্মবিশ্বাস বাড়ানো যাবে না। সব সময় আপনাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে এবং সবসময়ই সব কাজে একটিভ নিউজ হবে কাজ করতে হবে।IMG_20190709_162649.jpgIMG_20190709_162649.jpg চিত্র নং 189।IMG_20190709_162645.jpg চিত্র সংসার এবং চিত্র নং 5IMG_20190709_162640.jpgIMG_20190709_162626.jpg

জীবনটাকে যদি সুন্দর হয় পরিচালনা করতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে এবং পরিশ্রম ছাড়া অন্য কিছুই। কেননা জীবনকে সুখী সমৃদ্ধ এবং সুন্দরভাবে গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। স্মৃতি 1 নং 2 3 4 5 6 এবং 7 নং চিত্র দেখানো হয়েছে আমার কিছু চিত্র। যেগুলোর মাধ্যমে আপনাদের বুঝাতে চেয়েছি যে আমি এক জন্য অনেক কর্মঠ এবং শক্তিশালী মানুষ। আমি নিজে কখনো কাজটি অবহেলা করি না এবং সকল কাজ সময়ের কাজ সময়ে মতোই করে থাকি। কেননা আমি বিশ্বাস করি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
পৃথিবীতে আজ থেকে যত মানুষ আছে নিজেকে উন্নত করেছি এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেয়েছে তাদের মধ্যে সবার মূলে রয়েছে উন্নতির চরম অবদান।

জীবনকে উন্নত করতে চান জীবনে সুখী হতে চান এবং পরবর্তীতে আপনি জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আনতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে।IMG_20190617_155535.jpg

পরিস্থিতি যে মিষ্টি দেখি পাশে নেই আমার মূল হাতিয়ার। কেননা আমি এই মেশিনের সাহায্যে আমার নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করে থাকি এবং জীবনকে সুখী সমৃদ্ধ এবং সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে থাকি। এটি আমার পরিশ্রমের মূল হাতিয়ার। আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 2018 সালের 17 ই জুলাই যোগদান করি এবং বিভিন্ন ভাবে আমি আমার কাজকর্মIMG_20190709_162531.jpgIMG_20190709_162542.jpgIMG_20190704_120757.jpg

অবশেষ

জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। এমনও কঠোর পরিশ্রমী ছাত্র ইউনিয়ন উন্নয়ন সমন্বয়। সুখী সমৃদ্ধ জীবন যাপন করুন এবং কঠোর পরিশ্রমী হোন তবে জীবনকে উন্নত করা সম্ভব। জ্ঞানী জনে বলে রত ছাড়া কর্ম ছাড়া রত্ন মিলে না। সুতরাং আপনি যদি জীবনকে রত্ন করে তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই কর্ম করতে হবে। এক একটা জাতি কর্ম বিহীন কখনোই তাকে উন্নত করতে পারে না এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না।।

সুখী-সমৃদ্ধ সুন্দর এবং উন্নত জীবনযাপনের জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমী হওয়া একান্ত জরুরী এবং দায়িত্ব ও কর্তব্য

ভাল থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন।
ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 90622.36
ETH 2241.91
SBD 0.89