রথ মেলায় ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্তের শেষ পর্ব।
♥️ হ্যালো বন্ধুরা ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে রথ মেলায় ঘোরাঘুরির শেষ পর্ব নিয়ে হাজির হলাম।
আসলে রথ মেলাটা অনেক বড় হওয়ার কারণে অনেক ছবি তোলা হয়েছে আর সেই ছবিগুলো একদিনে শেয়ার করা সম্ভব ছিল না বলে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমার রথ মেলায় ঘোরাঘুরি শেষ পর্ব। এই পর্বে আপনাদের সাথে রথ মেলার বাকি অংশটুকু শেয়ার করবো। আশা করি এই পর্বের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে খুব ভালো লাগবে।
এরপর আমরা দেখলাম কিছু কসমেটিকস এবং শোপিস এর দোকান। দোকানের শোপিস গুলো এবং চুড়ি গুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমি দেখে কিছু চুরি কিনে নিলাম। এবং একটা কাঠের তৈরি তাজমহল কিনে নিলাম।
তারপর আরো কিছুক্ষণ হেঁটে দেখলাম খুব সুন্দর কুকারিজের দোকান এবং বিভিন্ন রকম লোহার তৈরি জিনিস স্টিলের আসবাবপত্র দোকান। এই মেলাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই জন্যই আমি প্রতিবছর এই মেলায় গিয়ে বিভিন্ন রকম কিনে আনি।
এরপর দেখলাম খুব সুন্দর সুন্দর প্রজাপতির স্টিকার এবং বিভিন্ন ধরনের কলম আসলে এরকম কলম আমি আগে কখনো দেখিনি। কলম গুলো দেখে আমি একটু অবাক হলাম কারণ এরকম কলম আমি আগে কখনোই দেখিনি সত্যি খুব সুন্দর কলম গুলো দেখতে। তাই আমি কিছু কলম কিনে আনলাম।
প্রত্যেক বছরই এই রথ মেলায় একটি সার্কাস দল আসে এবারও এই রথ মেলায় সেই রকম একটি সার্কেস দল এসেছে। এই সার্কেসের নাম হচ্ছে দি বুলবুল সার্কেস। তবে আমরা সার্কাসের ভিতরে ঢুকিনি কারণ হাতে তেমন একটা সময় ছিল না তাই আমরা পাশ দিয়ে হেঁটে চলে আসলাম।
এরপর আমরা দেখলাম রথ মেলার শেষ প্রান্তে আরেকটি সুন্দর পার্ক রয়েছে যেখানে রয়েছে খুব সুন্দর ড্রাগনের একটি ট্রেন, নাগর দোলনা একটি সুন্দর নৌকা যেগুলোতে উঠে বাচ্চারা খুবই আনন্দ পায়। তারপর আমরা সেখানে গিয়ে কিছু ছবি তুলে নিলাম।
এরপর মেলার একদম শেষে দেখলাম বড় বড় মিষ্টির দোকান আর এই দোকানগুলোতে খুবই মজার মজার মিষ্টি পাওয়া যায় বালিশ মিষ্টি, রসের মিষ্টি। বালিশ মিষ্টি গুলো দেখতে একদম বালিশের মতই খুব বড় বড়। এরপর রয়েছে বিভিন্ন রকমের শুকনো মিষ্টি খাবারের দোকান যেমন বাতাসা মুরালি নিমকি এই ধরনের খাবার। তারপর আমরা সেখান থেকে কিছু মিষ্টি কিনে বাসায় চলে আসলাম এভাবেই আমরা পুরো মেলাটা করে দেখলাম।
এভাবে আমরা পুরো রথ মেলাটা ঘুরে সুন্দর সময় পার করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।
লোকেশন : XCXG+R9M, Gazipur
ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

























Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দেখেই বোঝা যাচ্ছে রথের মেলায় খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম। যদিও আমি কখনো রথের মেলায় যায়নি তবে আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে রথের মেলায় অনেক প্রয়োজনীয় জিনিস পত্র সহ অনেক কিছুই আসে। সার্কাস দেখতে আমার অনেক বেশি ভালো লাগে রথের মেলায় সার্কাস এসেছিল এটা জেনে খুবই ভালো লাগলো সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফিও আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আপু আপনার রথ মেলার প্রথম পর্ব টি আমি দেখে নি।কিন্তু দ্বিতীয় পর্ব টি দেখে খুবই ভালো লাগলো।দেখেই বুঝা যাচ্ছে রথ মেলা বেশ বড় সড় ভাবে উদজাপন করা হয়েছে।আসলেই আপু কলম গুলো খুবই সুন্দর,আমিও এর আগে দেখিনি।মিষ্টি গুলো বিশাল বড় বড়,বালিশ মিষ্টি এগুলো।ভালো লেগেছে আপু আপনার পোষ্ট টি।।
মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার রথ মেলার প্রথম পর্ব আমি দেখিনি। তবে এখন দেখে বোঝা যাচ্ছে রথ মেলায় খুব আনন্দের সময় কাটিয়েছেন। আসলে মেলায় গেলে বিভিন্ন ধরনের নতুন জিনিস দেখতে পাই। এবং সেগুলো কিনতে আমার কাছে ভালো লাগে। তবে কলমগুলো খুব সুন্দর লাগছে। এরকম কলম এর আগে আমি কখনো দেখিনি। মেলায় ঘুরার এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু আপনার রথ মেলার প্রথম পর্ব হয়তো পড়া হয়নি তবে এর দ্বিতীয় পর্ব পড়ে অনেক ভালো লাগলো।সত্যি মেলাতে গেলে অনেক জিনিস পাওয়া যায়, যা সব সময় পাওয়া সম্ভব নয়।মেলার মিষ্টি গুলো দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Twitter link
https://twitter.com/Shifa96616076/status/1684884132126740481
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.