Kicu abek

in #photography7 years ago

পৃথিবীতে মানুষকে চিনতে পারাটা সবথেকে কঠিন ব্যাপার কারন এই পৃথিবীতে প্রায় মানুষগুলোই একটা মুখোশ পড়ে চলে।কারো সাথে কয়েকদিন কথা বলে,তার সাথে মিশে হয়তো মনে হবে মানুষটা অনেক ভালো,মানুষটা আমাকে ভালো বুঝে,মানুষটার মনমানসিকতা চমৎকার,তার প্রতি এমন অভিব্যক্তির কারন সে ভাললাগার মত করে নিজেকে আপনার কাছে উপস্থাপন করেছে,কারন নিজের ফার্স্ট ইমপ্রেশনটা সবাই আরেকজনের মাঝে চমৎকারভাবে দিতে চেষ্টা করে,আমি আপনি সবাই।

কিন্তু সে মানুষটা সত্যিকার অর্থে কেমন বা আদৌ আপনার জন্য ভুল মানুষ না সঠিক মানুষ সেটা বুঝতে পারবেন আপনার খারাপ সময়গুলোতে।আপনার ডিপ্রেশন, আপনার খারাপ লাগা সময়গুলোতে আপনি চারপাশের মানুষগুলোর আসল রূপ দেখতে পারবেন যে কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য ভুল মানুষ।যে মানুষটা আপনার দুঃসময়ে আপনাকে সাপোর্ট দেয়,সময় দেয়,খারাপ অবস্থা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে,হাসাতে চেষ্টা করে সেই আপনার জন্য সঠিক মানুষ।
যে আপনার কষ্ট,ডিপ্রেশন,খারাপলাগা বুঝে না সে কখনো আপনার জন্য সঠিক মানুষ না।

নিজের আবেগের কাছে অনেকসময় বাস্তবতাটা অস্পষ্ট হয়ে যায়,নিজের চোখের দেখা মনের ভাবনাগুলোও যে ভুল হতে পারে তা আমরা ভুলে যাই আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে না চিনেই তার সাথে নিজেকে জড়িয়ে লাইফটাকে নরক করে ফেলি!!!!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64097.37
ETH 3476.43
USDT 1.00
SBD 2.53