হলিহক ফুলের কিছু ফটোগ্রাফি
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে আমি একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আজকে আমি তোমাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকে যে ফুলের ফটোগ্রাফিটি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটির নাম হলো হলিহক ফুল। এই হলিহক ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন সাদা গোলাপি ও মেজেন্ডা আরও ইত্যাদি বিভিন্ন কালারের হয়ে থাকে।এই ফুলটি হলো একটি বিদেশি ফুল। ফুলটি দেখতে অনেকটাই জবা ফুলের মত। ফুলটি যেহেতু একটি বিদেশি ফুল খুব বেশি এই ফুলটি আমার তাই চোখে পড়ে না। তবে বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুল গাছটি লাগানো হয়ে থাকে এবং দেখতে পাওয়া যায়। ফুল গাছটি খুব বেশি বড় হয় না। খুবই ছোট শাখা প্রশাখা বিশিষ্ট একটি গাছ হয়ে থাকে।এই হলিহক ফুল গাছ একটি ঔষধি গুনাগুন সম্পন্ন গাছ।
হলিহকের পাতার রস বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয়। এই পাতার রস কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন ব্যথা উপসমকারী কাজে ব্যবহার করা হয়। আমি আজকে যে হলিহক ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো সেটি হলো বেগুনি, মেজেন্ডা মিক্সড একটি কালার। কিছুদিন আগে আমি আমার পুরোনো কলেজ ক্যাম্পাসে গেছিলাম একটি কাজে। সেখানে আমি এই হলিহক ফুলের গাছ দেখতে পাই। গাছে থোকায় থোকায় অনেক ফুল ফুটে ছিল। যা দেখে আমার চোখ পুরো জড়িয়ে যাচ্ছিলো। সেখানে যদিও বিভিন্ন কালারের হলিহক ফুল ছিল আমি সেগুলোর ফটোগ্রাফিও করেছি। কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটি কালারের হলিহক ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আরও যে অন্য কালারের হলিহক ফুলের ফটোগ্রাফি গুলো করেছি তা অন্য কোন একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। যাইহোক,তাহলে আর কথা না বাড়িয়ে আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।আর আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কাছ থেকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়েছি। এই সুন্দর ফুল গুলো আগে দেখিনি। এই প্রথম সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখেছি। সুন্দর হলিহক ফুলের ফটোগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
ডেইলি টাস্ক:
https://x.com/ronggin0/status/1904671551301312817?t=yxD6t8FpH3gbVG5VVMucxA&s=19
https://x.com/ronggin0/status/1904672251020189974?t=qSzzfjKS6dMecJxZOXxKCg&s=19
https://x.com/ronggin0/status/1904672687399854352?t=iC8odOzD74uwYbxEV8v2xQ&s=19
https://x.com/ronggin0/status/1904673288791724370?t=8BH3MY9G_mDq02oWH7RlDg&s=19
ডেইলি টাস্ক:
এই ফুলগুলো আগে দেখেছিলাম তবে নাম জানা ছিল না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এই ফুল সম্পর্কে। এই ফুলের যে ঔষধি গুনাগুন রয়েছে এটা জানা ছিল না। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। এত সুন্দর একটা ফুল সম্পর্কে শেয়ার করার জন্য ধন্যবাদ।