কোলকাতার দুর্গা পুজো - পর্ব ০৬
অষ্টমীর পুজো পরিভ্রমণ ছিল আজ অর্থাৎ, ১১ ই অক্টোবর ২০২৪ । এদিন সন্ধ্যায় বেরিয়ে মাত্র দুটো পুজো প্যান্ডেল ঘুরেছিলাম । তার মধ্যে সব চাইতে বড় যে পুজো প্যান্ডেলটা ছিল সেটির ফোটোগ্রাফি আজ শেয়ার করবো আপনাদের সাথে । অষ্টমীতেই আমাদের পুজো শেষ ছিল এবারে । নবমী - দশমীর দিন আর ঘর হতে বের হইনি এ বছর । দশমীর এক দিন পরে আমাদের টুন্কু বাবার জন্ম হয় । তাই আগের থেকে কিছু প্রস্তুতি ছিল আর কি ।
অষ্টমীর যে পুজো প্যান্ডেলটা শেয়ার করতে চলেছি এই পুজো প্যান্ডেলের সাথে বিশাল একটা মেলা বসেছিল । মেলায় একটুখানি ঢুকে শুধু কয়েক গ্লাস মকটেল খেয়েছিলাম আর টিনটিন খেয়েছিলো আইসক্রিম । এরপরে বেশ কয়েকটা খেলনা কিনে আমরা বাড়ির পথে রওনা হলুম ।
এই পুজো প্যানেলটা বেশ সুন্দর করে সাজিয়েছিল । থিমটা ছিল চমৎকার । প্যান্ডেলের সাজসজ্জার বেশিরভাগ ছিল রঙিন কাগজের টুকরো, বাঁশ, বেত আর বিভিন্ন রঙের কাপড় দিয়ে । এর সাথে ছিল টেরাকোটার ভাস্কর্য । টেরাকোটা হলো পোড়া মাটির ভাস্কর্য । শোলা দিয়ে তৈরী অনেকগুলি আর্ট ছিল । এই শোলার আর্টগুলি সুন্দর রঙ করার জন্যে খুবই দৃষ্টিনন্দন হয়েছিল ।
প্যান্ডেলের প্রবেশপথে পাটকাঠি অর্থাৎ খড়ি যাকে বলে তা দিয়ে বিশাল একটা তোরণ তৈরী করা হয়েছিল । তোরণের ব্যাকগ্রাউন্ডে দেবী দুর্গার ত্রি-নয়ন খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয় । দারুন দেখতে হয়েছিল তোরণখানি । তবে পুজো প্যান্ডেল যতখানি ঝলমলে হয়েছিল দেবী মূর্তি ততটা হয়নি । এভারেজ হয়েছিল । তবে মা দুর্গার মুখখানি খুব সুন্দর হয়েছিল ।
পুজো প্যান্ডেলের সুসজ্জিত প্রবেশপথের প্রথম তোরণ । পাটকাঠি দ্বারা নির্মিত ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটা ছিল দ্বিতীয় তোরণ । কাপড় আর কাগজ নির্মিত । বিশাল একটা মৌমাছি ফুল থেকে মধু আহরণ করছে । এটাই ছিল দ্বিতীয় তোরণের থিম ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্যান্ডেলের প্রধান প্রবেশ তোরণ । বেশ সুসজ্জিত ও আলোকময় ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ৮ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্রধান তোরণ দিয়ে প্রবেশ করার পর মূল প্যান্ডেলের ভিতর । অপূর্ব সাজসজ্জা ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ৮ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্যান্ডেলের ভেতরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানানরকমের ভাস্কর্য আর আলোকসজ্জা ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ৮ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
অধিকাংশ ভাস্কর্যই হলো পোড়া মাটির, অর্থাৎ টেরাকোটার । প্যান্ডেলের গায়ের সজ্জা রচিত হয়েছে রঙিন কাপড়ের টুকরো, রঙিন কাগজের টুকরো, বাঁশ, বেত, পাটকাঠি এবং শোলা দিয়ে । এর সাথে রয়েছে বিভিন্ন কালারের লাইটিং ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ৮ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাবেকি ঢঙে গড়া দূর্গা প্রতিমা ।
তারিখ : ১১ অক্টোবর, ২০২৪
সময় : রাত ৮ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

Upvoted! Thank you for supporting witness @jswit.
প্যান্ডেলের আলোকসজ্জা ও ডেকোরেশন দেখে চোখ স্থির , দারুণ সব ফটোগ্রাফি দেখলাম।
প্রতিটি প্যান্ডেলর এক একটি থিম থাকে এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর সেই সাথে কি সুন্দর আলোকসজ্জা। দেখেই চোখটি জুরিয়ে যায়। আর ফটোগ্রাফিগুলো এক কথা দুর্দান্ত। ধন্যবাদ প্রতিবছরের ন্যায় এবারও পুজার সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্যান্ডেলের আলোক শব্দগুলো আকৃষ্ট করার মত। সচারাচর আমাদের দেশে এরকম আলোকসজ্জায় পরিবেশিত পূজা মন্ডপ বা প্যান্ডেল দেখাই যায় না।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Wow, @rme, what a vibrant glimpse into the Durga Puja celebrations in Kolkata! Your photographs truly captured the artistry and spirit of the pandal. I'm particularly impressed by the use of traditional materials like bamboo, jute sticks and terracotta to create such a dazzling display. The entrance gates are stunning.
It's fantastic to see how the community comes together to celebrate this festival. Thank you for sharing your experience and these beautiful images. It felt like I was there with you and Tintin enjoying the festivities. What a colourful and creative spectacle. Upvoted and resteemed!
কলকাতার পুজো প্যান্ডেলের আলোকসজ্জা সত্যি ই অসাধারণ। ভিন্ন ভিন্ন থিম নিয়ে ও নানান রকমের আলোর ঝলকানিতে উৎসব যেনো আরো বেশী জমে উঠে।
হ্যালো, শুভেচ্ছা, আমি তোমার পোস্টটি দেখেছি। এটা খুবই বুদ্ধিদীপ্ত এবং আমাকে নতুন পোস্ট প্রকাশ করতে অনুপ্রাণিত করে।
শুভেচ্ছা এবং অনেক আশীর্বাদ।
আসলেই পূজা প্যান্ডেলটা দারুণভাবে সাজিয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.