আমার ছাদ বাগানের বিভিন্ন রকম ফুলের কয়েকটি ছবি
আমার বাগানে বেশ কয়েকটি ফুলের গাছ লাগিয়েছি।তাঁদেরকে আমি নিয়মিত জল দেই দেখভাল করি।ধীরে ধীরে সেগুলো বড় হতে লাগল।এখন গাছে গাছে ফুলেদের বাহার।
আজ তাঁদেরকে নিয়ে কথা বলব।
বেলি:
বেলি আমার খুব পছন্দের একটি ফুল।বেলি ফুল সাদা স্নিগধ।
এর সুবাসিত গন্ধে মন প্রাণ জুরিয়ে যায়।কিছু দিন আগে আমি নারসারি থেকে ছোট একটি বেলি ফুলের চারা গাছ নিয়ে এসেছিলাম ,এখন সেটি একটি বড় গাছ হয় উঠেছে আর ফুলে ফুলে ভরে উঠেছে।








ফুলের ছবিগুলি খুব সুন্দর।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপ্নাকেও ধন্যবাদ
ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ
সাদা অপরাজিতা এই প্রথম দেখলাম আমি দিদি। খুব সুন্দর তো। এক কথায় অপূর্ব। 💐
সাদা অপরাজিতা খুব সুন্দর দেখতে।আমি আগে দেখেছি কিন্তু এই প্রথম গাছ টি লাগিয়েছি।
বাহ্, অসাধারণ হয়েছে।
ধন্যবাদ