আমার ছাদ বাগানের বিভিন্ন রকম ফুলের কয়েকটি ছবি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাগানে বেশ কয়েকটি ফুলের গাছ লাগিয়েছি।তাঁদেরকে আমি নিয়মিত জল দেই দেখভাল করি।ধীরে ধীরে সেগুলো বড় হতে লাগল।এখন গাছে গাছে ফুলেদের বাহার।
আজ তাঁদেরকে নিয়ে কথা বলব।

বেলি:
বেলি আমার খুব পছন্দের একটি ফুল।বেলি ফুল সাদা স্নিগধ।
এর সুবাসিত গন্ধে মন প্রাণ জুরিয়ে যায়।কিছু দিন আগে আমি নারসারি থেকে ছোট একটি বেলি ফুলের চারা গাছ নিয়ে এসেছিলাম ,এখন সেটি একটি বড় গাছ হয় উঠেছে আর ফুলে ফুলে ভরে উঠেছে।

20210624_183638.jpg

![20210624_183711.jpg](https://cdn.steemitimages.com/DQmXuadYGqJF7xRAkS4fDnjqvjY6uLEpPV8ERxF4tRF8Xq4/20210624_183711.

গাড়ো গোলাপি রঙের নয়ন তাঁরা:

নারসারি থেকে আমি আরও ফুলের চারা এনেছিলাম।সেটি হল
গাড়ো গোলাপি রঙের নয়ন তাঁরা।নয়ন তাঁরা ফুলের গাছ তো আমরা সবাই চিনি এবং সব খানেই পাওয়া যায়।কিন্তু এর রং একটু অন্য রকম,একদম গাড়ো গোলাপি রঙের। দেখতে ভারী সুন্দর লাগে।

20210624_183700.jpg

20210615_181710.jpg

গোলাপি নয়ন তাঁরা:
এই নয়ন তাঁরা ফুল আমরা সব সময় লাগিয়ে থাকি,সব জায়গায় এটাই পাওয়া যায়।আমি এর একটা চারা লাগিয়েছিলাম পাশের ফ্ল্যাটের অ্যান্টি র থেকে নিয়ে ।সে এখন ফুলে ফুলে ভরে উঠেছে।খুব বেশি যত্ন এনার লাগে না।

20210803_182423.jpg

রেইন লিলি:
রেইন লিলি ফুল দেখতে ভারী সুন্দর।বর্ষা পেলেই রেইন লিলি গাছে ফুল ধরে।রেইন লিলি র কয়েকটা চারা লাগিয়েছিলাম।
এখন এখন সে গুলো ফুলে ফুলে ভরে উঠেছে।

20210803_182540.jpg

20210803_182502.jpg

20210803_182500.jpg

সাদা অপরাজিতা:
সাদা অপারাজিতা নীল অপারাজিতার অন্য একটি রং।তাঁর ও কয়েকটি বীজ বুনেছিলাম।বীজ থেকে গাছ হয়ে সে গুলিতে এখন ফুল ধরেছে।

20210803_182651.jpg

সব কয় টি গাছে এখন ফুল ফুটে চারিদিক আলকিত করে তোলে ল। দেখতে খুব সুন্দর লাগে।

Sort:  
 3 years ago 

ফুলের ছবিগুলি খুব সুন্দর।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপ্নাকেও ধন্যবাদ

ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

সাদা অপরাজিতা এই প্রথম দেখলাম আমি দিদি। খুব সুন্দর তো। এক কথায় অপূর্ব। 💐

 3 years ago 

সাদা অপরাজিতা খুব সুন্দর দেখতে।আমি আগে দেখেছি কিন্তু এই প্রথম গাছ টি লাগিয়েছি।

বাহ্, অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67584.80
ETH 3438.61
USDT 1.00
SBD 2.70