সাতটি রেনডম ফটোগ্রাফি।
আজ - ১৪ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে ৭ টি রেনডম ফটোগ্রাফির শেয়ার করব।
কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে এসেছি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি গুলো বেশ অনেকদিন আগেই করা। তো চলুন কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
এই ফুলটির নাম হচ্ছে পুটুস ফুল। এই ফুলটি দেখতে খুবই সুন্দর তবে ফুলের ঢাল গুলো কাঁটাযুক্ত। তবে ফুলের মধ্যে সুন্দর একটি ঘ্রাণ আছে।
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
সাদা রংয়ের এই ফুলটির নাম আমার সঠিক জানা নেই। তবে এটি সম্ভবত কোন সবজির ফুল।এই ফুলটি অন্য একটি গাছের সাথে জড়িয়ে আছে ।
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
এটাই হচ্ছে আমাদের সকলেরই খুবই পরিচিত একটি ফুল জবা ফুলের কলি। এই জবা ফুলের কলিটি বাস্তবে দেখতে খুবই সুন্দর। এবং এর সবথেকে আকর্ষণীয় একটি দিক হচ্ছে লাল টক টকে রঙ।
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
এটি হচ্ছে জবাফুলের ছোট্ট কচি পাতা। জবা ফুল যেমন সুন্দর জবা ফুলের এই ছোট্ট কচি পাতা গুলো দেখতে ঠিক ততটাই সুন্দর।
Device : oneplus 9r
Taken on : 20 October 2022
সকলকে ধন্যবাদ ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
**
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া, আমার রেনডম ফটোগ্রাফি গুলো ভালো লাগে। কারণ রেনডম ফটোগ্রাফি এগুলোর মধ্যে বিভিন্ন রকমের নাম না জানা অনেক ফুল ফলের ফটোগ্রাফি থাকে তাই আমার ভালো লাগে।ভাইয়া, প্রথমে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ফুলটির নাম আমি আগে জানতাম না, আমি পাহাড়ি ফুল বলে চিনতাম কিন্তু আপনার এই পোষ্টের মাধ্যমে ফুলে নাম জানতে পেরেছি। দ্বিতীয় ফটোগ্রাফির মধ্যে যে ফুলের ফটোগ্রাফিটা শেয়ার করেছেন গাছটির নাম হচ্ছে তেলাকুচি। এই গাছের পাতা এবং ফল বাজারে বিক্রি করে।এই গাছের পাতা এবং ফল ডাইবেটিকস রোগীদের জন্য খুবই উপকারী বলতে গেলে এই গাছটি পুরোটাই ঔষুধি গাছ।প্রতিটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে,তবে প্রথমের ফুলে ফটোগ্রাফিটা আমার খুবই ভালো লেগেছে। আমার এই ফুল গুলো খুবই পছন্দের।ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর রেনড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পুটুস ফুল বেশ সুন্দর তো দেখতে। কেমন একটা রামধনু ব্যাপার আছে।প্রকৃতির এ কি খেলা! কোন রঙের সাথে কোন রং কম্বিনেশন হলে দেখতে ভালো লাগবে সেটাও প্রকৃতি জানে। আর একেই বলে ক্যামেরা এবং হাতের অ্যাঙ্গেল। সাধারণ জবা পাতাও কি দারুণ দেখাচ্ছে!
পুটুস ফুলের কথা আমি আমার বাংলা ব্লগে এসে প্রথম জানতে পারি। ভাইয়া আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। জবা ফুলের কলিটি ও খুব সুন্দর লাগছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।