My angry little princess on the Naf river in Teknaf

in #photography6 years ago

14692152_890773777720050_318748934876309976_o.jpg

যে কোনো কারণেই হোক, বাংলাদেশের অন্যতম এক শেষ প্রান্ত-টেকনাফের নাফ নদীর উপরের জেটিতে বসে, আমার ছোট কন্যা আমার জ্ঞানী বাবুটা আমার উপর ভয়াবহ রাগ হয়েছিলো।

সেই বিশেষ মুহুর্তটি এভাবেই ক্যামেরায় ধারণ করেছিলাম আমি।

তাঁর রাগ হবার কারণ ছিলো, খরস্রোতা নাফ নদীর পানিতে নেমে পা ভেজাতে চেয়েছিলো সে জেটির নদীতে নেমে যাওয়া সিড়িতে দাঁড়িয়ে। কিন্তু একজন বাবা হিসেবে আমি তাকে সেই সুযোগ না দেওয়ায় সে রুষ্ট হয়েছিলো সেদিন।

এরপর তাকে পোজ দিতে বললে সে এভাবেই রেগে পোজ দিয়েছিলো।

হয়তো কোনো একদিন সে নিজেই অনুভব করবে, কেন বাবা তাকে পানিতে নামতে দেন নাই। যেদিন তাঁর সন্তান তাঁর কাছে একই অনুমতি চাইবে, হয়তো সেদিন সে অনুভব করবে।

উইকিপিডিয়া থেকে জানা গেছে, নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৬৪ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নাফ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর “পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ০৭”।

নাফ নদীর গড় গভীরতা ১২৮ ফুট (৩৯ মি), এবং সর্বোচ্চ গভীরতা ৪০০ ফুট (১২০ মি)। নদীটিকে প্রথম অ্যাংলো-বার্মা যুদ্ধের অন্যতম একটি কারণ বলে মনে করা হয়।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.039
BTC 94701.89
ETH 3372.96
USDT 1.00
SBD 3.30